ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ||
২০২৪-০৯-২৫ ০৯:২৬:৫২
ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার সন্ধ্যায় র্যাব ও পুলিশ পৃথক অভিযানে তাদেরকে গ্রেপ্তার করে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃতরা হলেন, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন আফ্রিদি-(২৬), পৌর ছাত্রলীগের প্রচার সম্পাদক জাকির হোসেন জয় ও ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেন আদি। মঙ্গলবার সন্ধ্যায় শহরের কাজীপাড়া এলাকা থেকে রুহুল আমিন আফ্রিদিকে গ্রেপ্তার করেছে র্যাব-৯-এর একটি দল ও বাকী দুইজনকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানার পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফফর হোসেন জানান, ওই তিনজনের বিরুদ্ধে নাশকতা মামলা রয়েছে। গত ৪ এবং ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারিদের সাথে তারা সংঘর্ষে লিপ্ত হয়েছিলেন। বুধবার দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357