৯ মাসে করোনায় প্রাণহানি ১০ লাখ ছুঁই ছুঁই

ডেস্ক রিপোর্ট || ২০২০-০৯-২৭ ০১:৩৬:৪৯

image

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়ার নয় মাস হতে এখনও দুদিন বাকি। এরই মধ্যে ভাইরাসটিতে ভুগে পৃথিবী ছাড়া প্রায় ১০ লাখ মানুষ। যেখানে এখনও গড়ে ৫ হাজারের বেশি মানুষের প্রাণহানি ঘটছে। থেমে নেই সংক্রমণও। এমন অবস্থা অব্যাহত থাকলে কার্যকরি ভ্যাকসিন হাতে পাওয়া পর্যন্ত মৃতের সংখ্যা ২০ লাখ ছাড়াবে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারের নিয়মিত পরিসংখ্যানে বাংলাদেশ সময় রোববার সকাল ১০টা পর্যন্ত বিশ্বে করোনাক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩০ লাখ ৫৫ হাজার ৩৭ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় শনাক্ত ২ লাখ ৯৪ হাজার ৬৫০ জনের। একই সময়ে প্রাণহানি ঘটেছে ৫ হাজার ৩০৬ জনের। এ নিয়ে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৯ লাখ ৯৮ হাজার ২৮৫ জনে ঠেকেছে।

অন্যদিকে গত একদিনে সুস্থতা লাভ করেছেন ২ লাখ ৩৪ হাজারের বেশি রোগী। এতে করে করোনামুক্ত হওয়ার সংখ্যা বেড়ে ২ কোটি ৪৪ লাখ ২ হাজার ২৫৫ জনে পৌঁছেছে।

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম মানবদেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। এরপর দেশটিতে এ ভাইরাসে অস্বাভাবিকভাবে প্রাণহানি ঘটে। এর পরপরই চলতি বছরের ফেব্রুয়ারিতে ইউরোপের দেশগুলোতে করোনা ভাইরাসে সংক্রমণ মাত্রা ছাড়ায়। সে সব দেশে করোনা ভাইরাস কিছুটা নিয়ন্ত্রণে আসলেও উত্তর ও দক্ষিণ আমেরিকার দেশগুলোতে এখনও ক্রমশ বেড়েই চলছে কোভিড-১৯ ভাইরাসে প্রাণহানি। ১১ মার্চ করোনাকে মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। যেখানে এখন পর্যন্ত ৭২ লাখ ৮৭ হাজার ৫৬১ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ২ লাখ ৯ হাজার ১৭৭ জন।

সংক্রমণের নিরিখে দুইয়ে থাকা ভারতে গত একদিনেও ৮৯ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। এতে করে আক্রান্তের সংখ্যা ৫৯ লাখ ৯০ হাজার ৫৮১ জন। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ৯৪ হাজার ৫৩৪ জনের।

প্রাণহানির তালিকায় দুই নম্বরে অবস্থান করা ব্রাজিলে সংক্রমিতের সংখ্যা ৪৭ লাখ ১৮ হাজার ছাড়িয়ে গেছে। প্রাণহানি বেড়ে ১ লাখ ৪১ হাজার ৪৪১ জনে ঠেকেছে।

পৃথিবী বৃহত্তম দেশ রাশিয়ায় সংক্রমণের হার আগের মতোই। যেখানে এখন পর্যন্ত করোনার ভুক্তভোগী ১১ লাখ ৪৩ হাজার ৫৭১ জন। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ২২৫ জনে।

কলম্বিয়ায় করোনা শনাক্ত হয়েছে ৮ লাখ ৬ হাজার ৩৮ জনের শরীরে। এর মধ্যে মৃত্যু হয়েছে ২৫ হাজার ২৯৬ জনের।

পেরুতে আক্রান্ত ৮ লাখ ১৪২ জন মানুষ। যেখানে মৃতের সংখ্যা ৩২ হাজার ১৪২ জনে দাঁড়িয়েছে।

স্পেনে আক্রান্ত ৭ লাখ ৩৫ হাজার ছাড়িয়েছে। প্রাণ গেছে ৩১ হাজার ২৩২ জনের।

মেক্সিকোয় আক্রান্ত ৭ লাখ ২১ হাজারের কাছাকাছি। সেখানে প্রাণ গেছে ৭৫ হাজার ৮৪৪ জন মানুষের।

আর্জেন্টিনায় আক্রান্ত ৭ লাখ ২ হাজার ৪৮৪ জন। প্রাণহানি বেড়ে ১৫ হাজার ৫৪৩ জনে দাঁড়িয়েছে।

দক্ষিণ আফ্রিকায় সংক্রমিতের সংখ্যা ৬ লাখ ৬৯ হাজারের বেশি। মৃত্যু হয়েছে ১৬ হাজার ৩৭৬ জনের।

ফ্রান্সে করোনার ভুক্তভোগী ৫ লাখ ২৭ হাজার ৪৪৬ জন। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ৩১ হাজার ৭শ’ জনের।

চিলিতে করোনা হানা দিয়েছে ৪ লাখ ৫৫ হাজার ৯৭৯ জন মানুষের দেহে। এর মধ্যে ১২ হাজার ৫৯১ জনের মৃত্যু হয়েছে।  

ইরানে করোনার শিকার প্রায় ৪ লাখ ৪৩ হাজারের বেশি মানুষ। প্রাণহানি ঘটেছে ২৫ হাজার ৩৯৪ জনের।

যুক্তরাজ্যে সংক্রমিতের সংখ্যা ৪ লাখ ২৯ হাজার ছাড়িয়েছে। যেখানে প্রাণ ঝরেছে ৪১ হাজার ৯৭১ জন ভুক্তভোগীর।

এদিকে বাংলাদেশে স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য মতে, গতকাল শনিবার পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৫৭ হাজার ৮৭৩ জন। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ৫ হাজার ১২৯ জনের।

Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357

News & Commercial Office :
Phone: 096 9612 7234 & 096 1175 5298
e-mail: financialpostbd@gmail.com
HAC & Marketing (Advertisement)
Call: 01616 521 297
e-mail: tdfpad@gmail.com