আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

কুড়িগ্রাম প্রতিনিধি: || ২০২৪-০৯-২০ ০৬:৫৪:১৩

image

কচাকাটার শৌলমারীতে 'গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত' আওয়ামীলীগ ও যুবলীগের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অবৈধভাবে দু'বার জমির ফসল গুড়িয়ে দিয়ে জমি দখল করাসহ দফায় দফায় মারপিটে আহত হয়ে নুর ইসলাম ও তার স্ত্রী মিলি বেগম নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্সে চিকিৎসাধীন। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ নুর ইসলামের ভাগিনা সুরুজ্জামাল বাদী হয়ে ১৪জনের নাম উল্লেখ করে কচাকাটা থানায় মামলা করেন।

সরেজমিন ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কচাকাটা ইউনিয়নের ৯নং ওয়ার্ড শৌলমারী আবাসন এলাকার মৃত মজির উদ্দিন মুন্সীর পুত্র নুর ইসলামের পৈত্রিক-ক্রয়কৃত সম্পত্তি শৌলমারী (ধনিরামপুর) মৌজার ৮৬৮নং খতিয়ানে ৩একর ১শতক বিভিন্ন ফসল চাষ করে ভোগদখল করে আসছে। কচাকাটা ইউনিয়ন ৯নং ওয়ার্ডের 'গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত' আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহর উদ্দিন ও ৯নং ওয়ার্ড আওয়ামীলীগ যুবলীগের সাধারণ সম্পাদক ছইফুর রহমান আওয়ামীলীগের দাপটে দীর্ঘ আড়াই বছর থেকে উক্ত জমি কয়েকবার জোরপূর্বক জবর দখলের পায়তারা ও পরপর দু'বার দফায় মারপিট করারও অভিযোগ রয়েছে। এদিকে গত (১৩সেপ্টেম্বর) শুক্রবার সকাল সাড়ে ১০টায় ওই জমি দাবী করে কচাকাটা ইউনিয়ন ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহর উদ্দিন ও ৯নং ওয়ার্ড আওয়ামীলীগ যুবলীগের সাধারণ সম্পাদক ছইফুর রহমানসহ প্রায় ১৫-২০জন ভূমিদস্যু অস্ত্রে-সস্ত্রে সজ্জিত হয়ে নুর ইসলামের ৪৮শতক জমিতে প্রবেশ করে এবং উক্ত জমির মাস কালাই ফসল পাওয়ার টিলার মেশিন দিয়ে গুড়িয়ে দেয়। এ সময় জমির প্রকৃত মালিক নুর ইসলামের স্ত্রী মিলি বেগম বাঁধা প্রদান করলে তারা তাকে বিপর্যস্ত করে বেদম মারধর করতে থাকে নুর ইসলাম তার স্ত্রী মিলি বেগম কে বাঁচাতে গেলে তাকে বেদম মারধর করে রড় দিয়ে মাথা ফাটিয়ে দেয় এবং তার পুত্র মিন্টু ও ভাগ্নে সুরুজ্জামাল কেও মারধর করতে থাকে। তাদের আত্ম-চিৎকারে এলাকাবাসী তাদের উদ্ধার করে এবং নুর ইসলাম ও তার স্ত্রী মিলি বেগমের অবস্থা আশঙ্কাজনক হলে তাদের নাগেশ্বরী হাসপাতালে ভর্তি করায় এবং বর্তমানে নুর ইসলাম নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্সে চিকিৎসাধীন। এদিনে গত (১৪সেপ্টেম্বর) শনিবার দুপুরে উক্ত ভূমিদস্যু আওয়ামীলীগ নেতা ও তাদের সংঘবদ্ধ চক্র নুর ইসলামের ৪০শতক জমির (মাস কালাই) ফসল পাওয়ার টিলার মেশিন দিয়ে গুড়িয়ে দেয় এবং জমি দখল করে। এ ঘটনায় গত (১৭সেপ্টেম্বর) ভুক্তভোগী নুর ইসলামের ভাগিনা সুরুজ্জামাল বাদী হয়ে শাহর উদ্দিন, ছইফুর রহমানসহ ১৪জনের নাম উল্লেখ করে কচাকাটা থানায় একটি মামলা করেন। এদিকে শাহর উদ্দিন, ছইফুর রহমান সংঘবদ্ধ ভূমিদস্যু চক্ররা নুর ইসলামের অন্য জমি দখল করাসহ প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন।

শৌলমারী এলাকার সাইবুদ্দিন, আব্দুল খালেক, সিরাজুল ইসলাম, আব্দুল আউয়াল বলেন, আওয়ামীলীগের দাপটে শাহর উদ্দিন ও ছইফুর রহমান সংঘবদ্ধ চক্ররা শৌলমারী আবাসন প্রকল্পের মালামাল লুটপাট করাসহ দীর্ঘ আড়াই বছর থেকে নুর ইসলামের পৈত্রিক-ক্রয়কৃত সম্পত্তি কয়েকবার জোরপূর্বক জবর দখল ও নুর ইসলামের পরিবার কে মারধরও করে আসছেন। আওয়ামীলীগ নেতাদের অত্যাচারে এলাকার মানুষ অতিষ্ঠ। বিচারের দাবি জানান।

ভুক্তভোগী নুর ইসলাম বলেন, আমার পৈত্রিক ও ক্রয়কৃত সম্পত্তি ফসল চাষ করে ভোগদখল করছি। আওয়ামীলীগের দাপটে শাহর উদ্দিন ও ছইফুর রহমান সংঘবদ্ধ চক্ররা দীর্ঘ আড়াই বছর থেকে আমার জমি কয়েকবার জোরপূর্বক জবর দখল করাসহ আমাদের দু'বার বেদম মারধর করে। এদিকে গত শুক্রবার সকালে শাহর উদ্দিন, ছইফুর রহমানসহ প্রায় ১৫-২০জন ভূমিদস্যু অস্ত্রে-সস্ত্রে সজ্জিত আমার জমির মাস কালাই ফসল পাওয়ার টিলার মেশিন দিয়ে গুড়িয়ে দেয়। আমার স্ত্রী মিলি বেগম, পুত্র মিন্টু ও ভাগ্নে সুরুজ্জামাল কেও মারধর করে। কচাকাটা থানায় মামলা করায় শাহর উদ্দিন, ছইফুর রহমান সংঘবদ্ধ ভূমিদস্যু চক্ররা আমার অন্য জমি দখল ও প্রাণনাশের হুমকি দিচ্ছেন। আমরা অনেক ক্ষতিগ্রস্থ। আমি এ ঘটনার সুষ্ঠ বিচার চাই।

ছইফুর রহমানের সাথে মুঠোফোনে কথা হলে নুর ইসলামের জমির ফসল নষ্ট করে দখল ও মারপিটের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নুর ইসলামের কিছু জমি আমাদের লোকজন বর্গা চাষের জন্য চেয়েছে। না দেয়ার কারণেই তিনি ও তার পরিবার নির্যাতনের শিকার হচ্ছেন এবং আরো হবেন। আমাদের নামে রিপোর্ট করে কোন লাভ হবে না।

কচাকাটা থানার অফিসার ইনচার্জ বিশ্বদেব রায় বলেন, একটি মামলা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে। আসামীদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন বলেন, মামলা হয়েছে। আসামীদের গ্রেপ্তার করতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছেন। অভিযুক্তরা দ্বিতীয়বার অপ্রীতিকর কোন ঘটনা ঘটালে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357

News & Commercial Office :
Phone: 096 9612 7234 & 096 1175 5298
e-mail: financialpostbd@gmail.com
HAC & Marketing (Advertisement)
Call: 01616 521 297
e-mail: tdfpad@gmail.com