কারাতে প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ

দিনাজপুর প্রতিনিধি: || ২০২৪-০৯-১৯ ০৮:২২:৩৮

image

দিনাজপুরে  “আত্ম-বিশ্বাসই আমাদের শক্তি” এই শ্লোগানকে সামনে রেখে দিনাজপুর শহরের ৭টি স্কুল ও বিভিন্ন কমিউনিটির কিশোরীদের নিয়ে ৬ মাস ব্যাপী ক্যারাতে  প্রশিক্ষনের সমাপনী প্রদর্শন ও সনদপত্র বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দিনাজপুর  জুবিলি উচ্চ বিদ্যালয় মাঠে মেয়েদের ক্যারাতি  প্রশিক্ষনের সমাপনী প্রদর্শন  ও সনদপত্র বিতরণ করা হয়েছে।

দিনাজপুর এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সিনিয়র ম্যানেজার অরবিন্দ সিলভেস্টার গমেজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপারেশন এন্ড এসিফিউশন) মোঃ আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেনা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিরাজুল ইসলাম, দিনাজপুর জেলা শিক্ষা অফিসের গবেষনা কর্মকর্তা রেজাউল ইসলাম, দিনাজপুর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ ফরিদ হোসেন, জুবিলি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বুনু বিশ্বাস, ইকবাল উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক সেলিমা সুলতানা, গিরিজানাথ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মাসুদ আলম, ঈদগাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফজলুর রহমান। 

প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন বলেন, মার্শাল আর্ট (ক্যারাতে) প্রশিক্ষনার্থী ছেলেদের সাথে সমান ভিত্তিতে মেয়েদের মৌলিক স্বাধীনতা উপভোগ করার জন্য উন্নত নিরাপত্তা থাকছে। মার্শাল আর্ট প্রশিক্ষণে মূল উদ্দেশ্যে হলো সহিংসতা থেকে নিজেদের রক্ষা করার জন্য মেয়েদের আত্মরক্ষার কলাকৌশল শিক্ষন, লিঙ্গ ভিত্তিক সহিংসতা থেকে মেয়েদের রক্ষা করতে ছেলেদের ইতিবাচক অংশগ্রহনে ও লিঙ্গ ভিত্তিক সহিংসতা থেকে মেয়েদের রক্ষা করতে সর্বস্তরের উন্নত আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক ব্যবস্থা গ্রহনই মূল উদ্দেশ্য। মনে রাখবে, সচেতনতাই আত্মরক্ষার লক্ষে ক্যারাতে প্রশিক্ষণ তোমাদের জীবনকে আলোকিত করবে। 

শুভেচ্ছা বক্তব্য রাখেন শাওলিন উশু তাইচি কুংফু একাডেমির প্রসিডেন্ট মাষ্টার মোঃ শরিফুল ইসলাম। প্রশিক্ষনার্থীদের  দৃষ্টি রায় মেঘা বলে, এই প্রশিক্ষনের মাধ্যমে আমাদের শারীরিক ও মানসিক সহিংসতা প্রতিরোধে আমরা কাজ করবো। আমরা শিশু বিবাহ প্রতিরোধে সোচ্চার থাকবো। আমাদের অর্জিত শিক্ষা ও জ্ঞান অন্যান্যদের মাঝে ছড়িয়ে দিবো। আমরা আলোকিত মানুষ হব এবং সমাজের সর্বস্তরের শিশুদের আলোকিত মানুষ হওয়ার স্বপ্ন দেখাবো। সমাজের প্রতিবন্ধকতা দূর করণে শিশু ও জনগণকে সচেতন করবো। 

প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা মার্শাল আর্ট প্রোগ্রাম-২০২৪ এর প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ করেন। 

 

Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357

News & Commercial Office :
Phone: 096 9612 7234 & 096 1175 5298
e-mail: financialpostbd@gmail.com
HAC & Marketing (Advertisement)
Call: 01616 521 297
e-mail: tdfpad@gmail.com