পাহাড়ি ঢল ও ভারি বর্ষণে আবারো বাড়ছে বিভিন্ন নদনদীর পানি। কুড়িগ্রামের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। অন্যদিকে, শেরপুরে বেশকিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
কুড়িগ্রামে ব্রহ্মপুত্র ও ধরলা নদীর তীরে নীচু এলাকার ঘর-বাড়ি থেকে পানি নেমে না যাওয়ায় দুর্ভোগে পড়েছে মানুষজন। পানির নীচে তলিয়ে থাকায় নষ্ট হচ্ছে আমন ও অন্যান্য ফসলের ক্ষেত। এদিকে, জেলার উলিপুর, কুড়িগ্রাম সদর, রৌমারী, রাজিবপুর ও চিলমারী উপজেলায় নদ-নদীর ভাঙ্গন তীব্র আকার ধারন করেছে। ঘর-বাড়ি হারিয়ে মানবেতর দিন পাড় করছে এসব আলাকার মানুষ।
পাহাড়ি ঢলে মহারশী, চেল্লাখালী ও ভোগাই নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়ে শেরপুরের নালিতাবাড়ী ও ঝিনাইগাতিতে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পঞ্চম দফা পাহাড়ি ঢলে বিপাকে পরেছে এসব এলাকার কৃষক।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357
News & Commercial Office :
Phone: 096 9612 7234 & 096 1175 5298
e-mail: [email protected]
HAC & Marketing (Advertisement)
Call: 01616 521 297
e-mail: [email protected]