সুধারাম মডেল থানায় নোয়াখালী (সদর ও সুবর্ণচর) আসনের সাবেক সংসদ সদস্য একরামুল করিম চৌধুরিসহ ৫৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। শ্রমিক দলের কর্মী মো: খোকনকে ২০১৩ সালে গুলি করে হত্যার অভিযোগে নিহত খোকনের পিতা: মজিবুল হক বাদী হয়ে রবিবার এ মামলা করেন। মামলার আসামীরা হলেন, নোয়াখালী জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা কর্মী।
জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু, নোয়াখালী পৌরসভার সাবেক মেয়র সহিদ উল্যাহ খান সোহেল, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এডভোকেট শিহাব উদ্দিন শাহিন, জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক একরামুল হক, জেলা পরিষদের সদস্য কামাল হোসেন, পৌরসভার সাবেক কাউন্সিলর ফখরুল ইসলাম ও নাসিম উদ্দিন প্রমুখ। নিহত খোকনের পিতা মামলার বাদী মজিবুল হক এজহারে উল্লেখ করেন, ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারী জামাত ও বি এনপির জন সভায় দত্তের হাট মোড়ে একত্রিত হন। সাবেক সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী সহ দলীয় নেতাদের নির্দেশে এজহারে উল্লেখিত প্রায় ২০০/৩০০ লোক জনসভাস্থল লক্ষ্য করে গুলি করেন। গুলি বিদ্ধ খোকনকে টেনে হিচড়ে গুম করার চেষ্টা করেন। নোয়াখালী সদর হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর জাহেদুল হক রনি জানান, বাদীর অভিযোগ নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। তদন্তের পর আইনত ব্যবস্থা নেয়া হবে।