করোনাভাইরাস (কভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২৮ জন মারা গেছেন। এ নিয়ে মোট প্রাণ গেলো ৫ হাজার ৭২ জনের।
একই সময়ে সনাক্ত হয়েছেন আরও ১ হাজার ৫৪০ জন। এখন পর্যন্ত বাংলাদেশে করোনাভাইরাস আক্রান্ত হিসেবে সনাক্ত হলেন মোট ৩ লাখ ৫৫ হাজার ৪৯৩ জন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২৪ ঘণ্টায় দেশের ১০৩ টি পরীক্ষাগারে ১২ হাজার ৩৮২টি নমুনা সংগ্রহ ও ১২ হাজার ৯০০টি নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত ১৮ লাখ ৭৫ হাজার ৫৫৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।
এ ছাড়া গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ১৩৯ জন। এ নিয়ে মোট সুস্থ হওয়া রোগীর সংখ্যা ২ লাখ ৬৫ হাজার ৯২ জন।
দেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাস আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357
News & Commercial Office :
Phone: 096 9612 7234 & 096 1175 5298
e-mail: financialpostbd@gmail.com
HAC & Marketing (Advertisement)
Call: 01616 521 297
e-mail: tdfpad@gmail.com