ফুলবাড়ীতে ২৭ প্রতিষ্ঠান প্রধানদের সাথে ফুলের অবহিতকরণ সভা
জাহাঙ্গীর আলম, ফুলবাড়ী : ||
২০২৪-০৯-০৫ ০৮:৪৬:৫৮
কুড়িগ্রামে পিছিয়ে পড়া প্রাথমিক সরকারি-বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে শিক্ষাবৃত্তি ও স্বাস্থ্য সুরক্ষা প্রকল্প বাস্তবায়ন বিষয়ে ২৭ প্রতিষ্ঠান প্রধানদের সাথে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ফাইট আনটিল লাইট (ফুল) কুড়িগ্রামের আয়োজনে ফুলবাড়ী উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হল রুমে বৃহস্পতিবার বিকেলে মোঃ আমজাদ হোসেনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, পাঠশালা রেসিডেন্সিয়াল এর পরিচালক রাফিউল ইসলাম, প্রত্যাশা প্রি ক্যাডেট এর পরিচালক বেলাল শেখ, এডুকেয়ার স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মোসাম্মৎ ইসরাত জাহানসহ আর অনেকে। এ সময় শিক্ষকরা কুলসংগঠনকে অসংখ্য ধন্যবাদ জানান।
ফুল এর নির্বাহী পরিচালক আব্দুল কাদের জানান, আমরা সরকারি ও বেসরকারি সকল পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে ভুল শিক্ষা বৃত্তি ও সার্বজনীন শিক্ষার্থী স্বাস্থ্য সুরক্ষা এ প্রকল্প বাস্তবায়ন করা হবে। এই এই লক্ষ্যে সকল বেসরকারি প্রতিষ্ঠান প্রধানদের সাথে আজকের এই অবৈধ কর্মশালা করা হইল।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357