স্বেচ্ছাচারিতা,দুর্নীতি, অনিয়ম,সম্প্রদায়িতার উস্কানি, ক্যাডারদের লেলিয়ে দিয়ে গ্রাম পুলিশ উত্তম রায়ের উপর হামলা,মারধর লাঞ্ছিত করার প্রতিবাদে দিনাজপুরের বীরগঞ্জ মোহনপুর ইউপি চেয়ারম্যান শাহিনুর রহমান চৌধুরী শাহিন এর অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে গ্রাম পুলিশ,ইউপি সদস্য ও স্থানীয় এলাকাবাসী।
রবিবার বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন, বীরগঞ্জ উপজেলা শাখা ও সর্বস্তরের জনগণের আয়োজনে বীরগঞ্জ থানা ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল বীরগঞ্জ উপজেলা পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষ উপজেলা পরিষদ চত্বরে উপজেলার ১০২ জন গ্রাম পুলিশ, ১২ জন ইউপি সদস্য, কর্মচারীসহ সর্বস্তরের জনগণ মানববন্ধনে অংশগ্রহণ করেন।
আমার সোনার বাংলায় দুর্নীতিবাজদের ঠাই নাই, গ্রাম পুলিশের উপর হামলা কেন, জবাব চাই, জবাব চাই, দফা এক দাবি এক শাহিন চেয়ারম্যানের পদত্যাগসহ নানা স্লোগান স্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো পরিষদ এলাকা। ঘণ্টা ব্যাপী মানববন্ধনে গ্রাম পুলিশ ইউনিয়ন কমিটির সভাপতি আব্দুর রহিম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান ফরজ আলী, ইউপি সদস্য মো: ফেরদৌস আলী, ইউপি সদস্য মো: হামিদুল ইসলাম, ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান রায়হান, ইউপি সদস্য মো: শফিউল ইসলাম, ইউপি সদস্য মো: নিজামুদ্দিন, ইউপি সদস্য মো: এনামুল হক, ইউপি সদস্য মো: মাজিদুল ইসলাম, ইউপি সদস্য মো: আতিয়ার রহমান, সংরক্ষিত আসনের মহিলা ইউপি সদস্যা মোছা: নাসরিন আরা, মোছা: শাহিদা বেগম, মোছা: শাম্মি আক্তার গ্রাম পুলিশ ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক মো: তহিদুল ইসলাম প্রমুখ।
এ সময় সকল গ্রাম পুলিশ সদস্য উদ্দেশ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে এলাহী বলেন, এখানে যেহেতু ফৌজদারি অপরাধ হয়েছে, সে ক্ষেত্রে থানায় অথবা আদালতে মামলা হতে পারে, আমরা প্রাপ্ত অভিযোগের তদন্ত কমিটি গঠনের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে নেতাকর্মীদের ব্যবহার করে অবৈধভাবে বালু উত্তোলন করে সেটা বর্তমান সময়ে একক খাওয়াকে কেন্দ্র করে গত ২৪ আগস্ট বিকালে গ্রামবাসীদের নিয়ে বিএনপি নেতাই ইউপি চেয়ারম্যান শাহিন চৌধুরীর নেতৃত্বে একটি হামলার ও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ শেষে চেয়ারম্যান শাহীন চৌধুরী জনতার সামনে গ্রাম পুলিশ উত্তম রায়কে বেদম পেটালে আহত হয়। পরে ইউপি সদস্য ও এলাকাবাসীর সহযোগিতায় উত্তম রায়কে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় বীরগঞ্জ উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করানো হয়। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
পরে গ্রাম পুলিশেরা উপজেলা নির্বাহী অফিসার ফজলে এলাহীর নিকট বিএনপি নেতা চেয়ারম্যান শাহিন চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরে একটি স্মারকলিপি প্রদান করেন।
নির্বাহী অফিসার ফজলে এলাহী সমবেত গ্রাম পুলিশদের উদ্দেশ্যে বলেন, এখানে যেহেতু ফৌজদারি অপরাধ হয়েছে, সে ক্ষেত্রে থানায় অথবা আদালতে মামলা হতে পারে, আমরা প্রাপ্ত অভিযোগের তদন্ত কমিটি গঠনের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আপনার ধৈর্য ধরেন, আইনের গতি আস্থা রাখেন এবং নিজ নিজ কর্মস্থলে দায়িত্ব পালন করার আহবান জানান তিনি।
এ ব্যাপারে ১০নং মোহনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিএনপি নেতা শাহিনুর রহমান চৌধুরী শাহিন এর মুঠোফোনে যোগ করা হলে ফোন রিসিভ করেননি বলে তার কোন বক্তব্য দেওয়া সম্ভব হলো না।
অন্যদিকে দিনাজপুরের বিরল উপজেলার ৩ নং ধামইর ইউপি চেয়ারম্যান মোসলেম উদ্দিনের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে এলাকারবাসী।
রোববার বেলা ১২ টা থেকে দুপুর একটা পর্যন্ত ঢেরাপাটিয়া মোড়ে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে ইউনিয়নবাসী।
ব্যানার-ফেস্টুন-প্লেকার্ড নিয়ে কর্মসূচিতে অংশ নেয়,অসংখ্য নারী-পুরুষ,আবাল-বৃদ্ধ-বনিতা। এ সময় বিএনপি নেতা পিনাক চৌধুরী আন্দোলনকারিদের সাথে সহমত প্রসন করে বক্তব্য রাখেন।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357
News & Commercial Office :
Phone: 096 9612 7234 & 096 1175 5298
e-mail: financialpostbd@gmail.com
HAC & Marketing (Advertisement)
Call: 01616 521 297
e-mail: tdfpad@gmail.com