ডিএসইতে সূচকের মিশ্র প্রবণতায় কমেছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক: || ২০২০-০৬-১১ ২১:৩৭:৪৫

image

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল বেশিরভাগ কোম্পানির শেয়ার অপরিবর্তিত ছিল। বাকি শেয়ারের মধ্যে অধিকাংশ কোম্পানির শেয়ারের দর বাড়লেও সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন হয়েছে। লেনদেন আগের কার্যদিবসের তুলনায় কমেছে। গতকাল ডিএসইএক্স ও ডিএস৩০ সূচক বাড়লেও ডিএসই শরিয়াহ সূচক কমেছে। গতকাল সূচকের উত্থান দিয়ে লেনদেন শুরু হয়। ৩০ মিনিটের মধ্যে বিক্রির চাপ বাড়লে সূচকে পতন নেমে আসে। এরপর দেড় ঘণ্টা পর উত্থান হয়। দুপুর ১২টার পর ধারাবাহিক উত্থান শুরু হয়। লেনদেন শেষে ডিএসইএক্স সূচক শূন্য দশমিক ৫৫ পয়েন্ট ইতিবাচক অবস্থানে যায়। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও শেয়ারদর এবং লেনদেন বেড়েছে।

বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স শূন্য দশমিক ৫৫ পয়েন্ট বা শূন্য দশমিক শূন্য এক শতাংশ বেড়ে তিন হাজার ৯৬৭ দশমিক ৩১ পয়েন্টে পৌঁছায়। ডিএসইএস বা শরিয়াহ সূচক শূন্য দশমিক ৪৯ পয়েন্ট বা শূন্য দশমিক শূন্য পাঁচ শতাংশ বেড়ে ৯১৯ দশমিক ৭৯ পয়েন্টে অবস্থান করে। অন্যদিকে ডিএস৩০ সূচক শূন্য দশমিক ৫৬ পয়েন্ট বা শূন্য দশমিক শূন্য চার শতাংশ কমে এক হাজার ৩৩১ দশমিক ৭৫ পয়েন্টে স্থির হয়।

গতকাল ডিএসইতে লেনদেন হয় ৫১ কোটি ১০ লাখ ১৬ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫৯ কোটি ৪৪ লাখ ৪০ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এ হিসাবে লেনদেন কমেছে প্রায় ৮ কোটি টাকার। এদিন এক কোটি ৯৪ লাখ ৭ হাজার ৪৪৭টি শেয়ার ১২ হাজার ১১৫ বার হাতবদল হয়। গতকাল ডিএসইর বাজার মূলধন ১২৭ কোটি ৫১ লাখ ৪২ হাজার টাকা বেড়ে দাঁড়িয়েছে তিন লাখ ১০ হাজার ৬৪৪ কোটি ৫৭ লাখ ৮৭ হাজার টাকায়।

গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। কোম্পানিটির ৮ কোটি ৪০ লাখ ৬৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়। শেয়ারটির দর অপরিবর্তিত ছিল। দ্বিতীয় অবস্থানে থাকা ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালসের তিন কোটি ৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। দর কমেছে ২০ পয়সা। সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালসের ২ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। দর কমেছে ১০ পয়সা। এরপরের অবস্থানগুলোয় থাকা বেক্সিমকোর ২ কোটি ৭ লাখ টাকার, স্কয়ার ফার্মার এক কোটি ৯০ লাখ টাকা, ওরিয়ন ফার্মার এক কোটি ৮৯ লাখ টাকা, এক্সিম ব্যাংকের এক কোটি ৮৭ লাখ টাকা, রেকিট বেনকিজারের এক কোটি ৮৫ লাখ টাকা, গ্রামীণফোনের এক কোটি ৬৯ লাখ টাকা এবং সিলভা ফার্মাসিউটিক্যালসের এক কোটি ২৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।

৪ দশমিক ৩১ শতাংশ বেড়ে দরবৃদ্ধির শীর্ষে ছিল ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড। দেশ গার্মেন্টের শেয়ারদর ৩ দশমিক ০৫ শতাংশ, এসিআই ফরমুলেশনসের দুই দশমিক ৭৪ শতাংশ, রিপাবলিক ইন্স্যুরেন্সের দুই দশমিক ৬৪ শতাংশ, এসিআই লিমিটেডের ২ দশমিক ৬৪ শতাংশ, রেকিট বেনকিজারের ২ দশমিক ৫৫ শতাংশ, ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড ওয়ানের দুই শতাংশ, এগ্রিকালচারাল মার্কেন্টিং কোম্পানি (প্রাণ) এক দশমিক ৩৩ শতাংশ, এক্মি ল্যাবরেটরিজের শেয়ারদর এক দশমিক ৩০ শতাংশ এবং পাওয়ার গ্রিডের এক দশমিক ১৯ শতাংশ শেয়ারদর বেড়েছে।

অন্যদিকে তিন দশমিক ২৮ শতাংশ দর কমে পতনের শীর্ষে উঠে আসে পূবালী ব্যাংক। এমারাল্ড অয়েলের দর ৩ দশমিক ০৩ শতাংশ, শাইনপুকুর সিরামিকের দর দুই দশমিক ৪০ শতাংশ, ইন্দো-বাংলা ফার্মার দর শূন্য দশমিক ৯৩ শতাংশ, শাহজিবাজার পাওয়ারের দর শূন্য দশমিক ৮২ শতাংশ, বেক্সিমকোর দর শূন্য দশমিক ৭৩ শতাংশ, সিলভা ফার্মার শূন্য দশমিক ৫৩ শতাংশ, বারাকা পাওয়ারের দশমিক ৫০ শতাংশ, ওরিয়ন ফার্মার দশমিক ৪৭ শতাংশ এবং সিলকো ফার্মার দশমিক ৪৪ শতাংশ কমেছে।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএসসিএক্স ৫ দশমিক ২৩ পয়েন্ট বা শূন্য দশমিক ০৭ শতাংশ বেড়ে ছয় হাজার ৮২৬ দশমিক ৩১ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ৮ দশমিক ৪২ পয়েন্ট বা শূন্য দশমিক ০৭ শতাংশ বেড়ে ১১ হাজার ২৬৭ দশমিক ১৮ পয়েন্টে অবস্থান করে। সিএসইতে ১০৪টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। দর বেড়েছে ১৮টির, কমেছে ১৩টির এবং ৭৩টির দর অপরিবর্তিত ছিল। সিএসইতে লেনদেন হয়েছে ১২ কোটি ৫৪ লাখ ৫৭ হাজার ৭২৪ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ২ কোটি ২১ লাখ ৬৫ হাজার ৮৪৪ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এ হিসাবে লেনদেন বেড়েছে প্রায় ১০ কোটি টাকা।

সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল জেনেক্স ইনফোসিস লিমিটেড। কোম্পানিটির ৮ কোটি ৫২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। সিমটেক্সের এক কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। এরপরে খুলনা পাওয়ারের ৯৩ লাখ, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ৩৭ লাখ টাকার, ব্রিটিশ আমেরিকান ট্যোবাকোর ৩৩ লাখ টাকার, বেক্সিমকোর ১৯ লাখ, এইচআইয়ের ১৩ লাখ, প্যারামাউন্ট টেক্সটাইলের ১৩ লাখ টাকার, সেন্ট্রাল ফার্মার ১৩ লাখ এবং বাংলাদেশ সাবমেরিন কেব্লের ৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।

Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357

News & Commercial Office :
Phone: 096 9612 7234 & 096 1175 5298
e-mail: financialpostbd@gmail.com
HAC & Marketing (Advertisement)
Call: 01616 521 297
e-mail: tdfpad@gmail.com