ব্রাহ্মণবাড়িয়ার ৯টি থানার কার্যক্রম শুরু
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ||
২০২৪-০৮-১২ ১২:০৬:০৪
ব্রাহ্মণবাড়িয়ার ৯টি থানার কার্যক্রম শুরু হয়েছে। যোগ দিয়েছেন পুলিশ সদস্যরা। আজ সোমবার সকাল থেকে জেলা সদর থানা, সরাইল, নাসিরনগর, কসবা, আশুগঞ্জ, বিজয়নগর, আখাউড়া, নবীনগর ও বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ পুলিশ সদস্যরা উপস্থিত হন। এতে করে থানাগুলোতে আবারো ফিরতে শুরু করেছে স্বাভাবিক পরিবেশ। সে সাথে জনমনে স্বস্তি ফিরে আসতে শুরু করছে। তবে
জেলার এসব থানার মধ্যে সদর মডেল থানা আগুনে পুড়িয়ে সম্পূর্ন ভস্মীভূত করা হয়।
জেলা পুলিশ সুপার মো: শাখাওয়াত হোসেন জানান, জেলার সবগুলো থানাতে পুলিশ সদস্যরা যোগ দিয়েছেন। সেনা সদস্যদের সহযোগিতায় অভিযোগ নথিভুক্ত ও দাপ্তরিক কার্যক্রম চলছে। দ্রুত সময়ের মধ্যে জেলা পুলিশের সার্বিক কার্যক্রম শুরু হবে।
উল্লেখ্য, ৫ আগস্ট প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করার পর ব্রাহ্মণবাড়িয়ার সদর থানাসহ আশুগঞ্জ আখাউড়া, কসবা, বিজয়নগর থানায় হামলার ঘটনা ঘটে। এতে সদর থানা একেবারে ধ্বংশপ্রাপ্ত হলেও অন্যান্য থানাগুলো তেমন ক্ষয়ক্ষতি হয়নি। এর পর থেকে জেলার নয়টি থানার কার্যক্রম পুরোপুরি ভাবে বন্ধ ছিল।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357