সড়কে দায়িত্বরত শিক্ষার্থীরা নীলসাগর গ্রুপের পক্ষ্য থেকে পেলো ছাতা ও ক্যাপ
নীলফামারী প্রতিনিধি ||
২০২৪-০৮-১২ ০৮:৫৪:২৫
নীলফামারীতে সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিকের দায়িত্ব পালন করা শিক্ষার্থীদের মধ্যে ছাতা ও ক্যাপ বিতরণ করা হয়েছে নীলসাগর গ্রুপের উদ্যোগে। সোমবার দুপুরে জেলা শহরের চৌরঙ্গি মোড়, ট্রাফিক মোড় ও বাসটার্মিনাল এলাকায় এসব ছাতা বিতরণ করা হয়।
এ সময় নীলসাগর গ্রুপের ব্যবস্থাপক (মানব সম্পাদ ও প্রশাসন) অমিত চাকি ও গ্রুপের বিভিন্ন পর্যায়ের দায়িত্বরত আরিফ হোসেন, রাব্বী হোসেন, স্বপন ইসলাম ও এহসান উপস্থিত ছিলেন।
ট্রাফিকের দায়িত্ব পালন করা নীলফামারী সরকারী কলেজের রজনী আক্তার আশা বলেন, নীলসাগর গ্রুপের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। আমরা গত কয়েক দিন থেকে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিকের দায়িত্ব পালন করছি।
একই কলেজের আরেক শিক্ষার্থী ইসমিতা আকতার জানান, ছাতা ও ক্যাপ পেয়ে আমাদের উৎফুল্ল লাগছে। দায়িত্ব পালন করছি ঠিকই কিন্তু স্বীকৃতি হিসেবে ছোট হলেও উপহার পেয়ে আমরা খুশি।
আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি নীলসাগর গ্রুপের প্রতি।
নীলসাগর গ্রুপের ব্যবস্থাপক (মানব সম্পাদ ও প্রশাসন) অমিত চাকি জানান, গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী আহসান হাবীব লেলিনের পক্ষ্য থেকে শতাধিক শিক্ষার্থীকে ছাতা ও ক্যাপ প্রদান করা হয়।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357