আমরা স্বৈরাচার-ফ্যাসিবাদ মুক্ত সম্প্রতি'র বাংলাদেশ গড়তে চাই। আজ বুধবার (৭ জুলাই) সকালে দিনাজপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনলনে আহবান জানিয়েছে,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-দিনাজপুর জেলা শাখা।
আরও বলেন, যাদের অপরিসীম ত্যাগের বিনিময়ে গৌরব উজ্জ্বল বিজয় অর্জন হয়েছে সেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মহান সকল,বীর শহীদ ও আহতদের শ্রদ্ধা জানাই। আমরা উদ্বেগের জানাচ্ছি,এ বিজয় অর্জনের সাথে সাথে একদল কুচক্রী মহল নানা রকম প্রোপাগাণ্ডা চালাতে তৎপর। এ বিজয় ধূলিসাৎ করতে অপচেষ্টায় মগ্ন। তাই আমরা মন্দির, ধর্মীয় উপাশণালয়,হিন্দু সম্প্রদায় ও সংখ্যালঘুদের উপর নির্যাতন যাতে না পারে সে বিষয়ে নানা কর্মসূচি গ্রহণ ও এলাকাভিত্তিক কমিটি গঠন করেছি। এই অপশক্তির বিরুদ্ধে সকলকে তৎপর থাকতে হবে।
এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-দিনাজপুর জেলা শাখার আহবায়ক একরামুল হক আবির,সদস্য আমরিন ফয়সাল,মাসুদ রানা,অনন্ত জামাল,আসলাম হোসাইন,রেজওয়ানুল চৌধুরী রুবা,আমান সুজন,রেজওনুল ইসলাম সজিব,শামীম রেজা,হাসনাত হাসু,শাহজালাল, জোবাইর হোসেন,আতিকুর রহমান শুভ,আবু হানিফ,মনোয়ার,হোসেন,মমিনুর,এম আর সিদ্দিক,শেখ,রিয়াদ,ফরহাদ, সাকিব,নুশঅরাত জাহান নিশা,কার্নিজ ফাতিমা,আল আমিন সহ অন্যরা উপস্থিত ছিলেন।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357
News & Commercial Office :
Phone: 096 9612 7234 & 096 1175 5298
e-mail: financialpostbd@gmail.com
HAC & Marketing (Advertisement)
Call: 01616 521 297
e-mail: tdfpad@gmail.com