মাদক মামলায় যাবজ্জীবনসহ দুইজনের কারাদণ্ড

কক্সবাজার প্রতিনিধি || ২০২৪-০৭-০৯ ০৭:৫২:০১

image

অবৈধ মাদক ইয়াবা ট্যাবলেট রাখার দায়ে দুই মাদক কারবারির যাবজ্জীবন কারাদণ্ড  ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো  ১ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি ইয়াবা বিক্রেতাদের কাছ থেকে জব্দ করা নগদ ২৭ লাখ ৭ হাজার টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করেন আদালত।  

মঙ্গলবার (৯জুলাই) দুপুর আড়াই টার দিকে কক্সবাজারের সিনিয়র  জেলা ও দায়রা জজ মুন্সী মোহাম্মদ আবদুল মজিদ এর জনাকীর্ণ আদালত এই রায় ঘোষণা করেন। এ সময় জামিনে থাকা মামলার প্রধান আসামী রোহিঙ্গা নাগরিক নাজমুল অনুপস্থিত থাকলেও ২ নং আসামী মো: শরীফকে আদালতের কাঠগড়ায়  হাজির করানো হয়। আদালতে মামলাটি পরিচালনা করেন এপিপি দীলিপ কুমার ধর।  

উল্লেখ্য ২০২০ খ্রিস্টাব্দের ৯ জুলাই শহরতলীর কক্সবাজার সরকারি কলেজের অদূরে ইয়াবা পাচারকালে রেব (RAB) এর সদস্যরা ৮০ হাজার পিস্ ইয়াবা সহ উল্লিখিত ২ জনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা বিক্রির নগদ ২৭ লাখ ৭ হাজার টাকা,১ টি রেজিষ্ট্রেশনবিহীন মোটরসাইকেল  উদ্ধার করা হয়। 

Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357

News & Commercial Office :
Phone: 096 9612 7234 & 096 1175 5298
e-mail: financialpostbd@gmail.com
HAC & Marketing (Advertisement)
Call: 01616 521 297
e-mail: tdfpad@gmail.com