'প্রধানমন্ত্রীর নেতৃ‌ত্বে দেশ সব ক্ষেত্রে এগি‌য়ে গে‌ছে'

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক: || ২০২৪-০৭-০৭ ০৮:০৯:৩৪

image

বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেছেন, 'প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার নেতৃ‌ত্বে বর্তমান সরকা‌রের আম‌লে দেশ সব ক্ষেত্রে এগি‌য়ে গে‌ছে। বর্তমান সরকারের আমলে দেশে যে পরিমাণ উন্নয়ন হয়েছে অতীতে কোনো সরকারের আমলে এতো উন্নয়ন হয়নি ।

রোববার দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার ২০২৪-২৫ অর্থবছরের বাজেট অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, তারাবো পৌরসভা উন্নয়‌নের রোল ম‌ডে‌লে প‌রিনত হ‌তে যা‌চ্ছে । আমি বিশ্বাস করি তারাবো পৌরসভা একসময় দেশের মডেল পৌরসভা হিসেবে গণ্য হবে, দেশের উন্নত সিটি কর্পোরেশনের নাগরিকরা যে ধরনের সুযোগ-সুবিধা পেয়ে থাকে তারাবো পৌরসভার নাগরিকরা সে ধরনের সুযোগ-সুবিধা পাবে।  এ পৌরসভায় প্রধান সমস্যা ছিলো জলাবদ্ধতা।  যার জন্য দায়ী অসচেতন বাসিন্দারা। ড্রেনে ময়লা ফেলা বন্ধ করলে জলাবদ্ধতা থাকবে না। মশা মাছির উপদ্রব থেকে বাঁচতে পরিচ্ছন্ন নাগরিকের প্রয়োজন। তবে এ পৌরসভা সারাদেশে রোল মডেল হিসেবে পরিচিতি পেয়েছে।  এ উন্নয়ন অব্যাহত থাকবে।

 তারাবো পৌরসভা কার্যালয়ের হাছিনা গাজী ‌পৌ‌র অডিটোরিয়ামে তারাবো পৌরসভার ২০২৪-২৫ অর্থবছরের ১৭৩ কোটি ১৫ লক্ষ ২ হাজার ১০৫ টাকার বাজেট ঘোষণা করেন, তারাবো পৌরসভার মেয়র মিসেস হাসিনা গাজী ।

বাজেটের আয় ধরা হ‌য়ে‌ছে ১৭৩ কোটি ১৫ লাখ ২ হাজার ১০৫ টাকা। ব্যয় ধরা হয়েছে ১৬৪ কোটি ৩৩ লাখ ২৫ হাজার টাকা। সমাপ্তি জের (উদ্বৃত্ত) ধরা হয়েছে ৮ কোটি ৮১ লাখ ৭৭ হাজার ১০৫ টাকা।

তারাবো পৌরসভার মেয়র হাছিনা গাজী ব‌লেন, এবারের বাজেটে তারাবো পৌরসভার উন্নয়নকেই প্রাধান্য দেওয়া হয়েছে। ২০২৪-২০২৫ অর্থ বছ‌র হ‌বে তারা‌বো পৌরবাসীর ভাগ্য উন্নয়‌নের বছর। ২০২৪-২০২৫ অর্থ বছ‌র হ‌বে উন্নয়‌নের বছর, অপ্র‌তি‌রোধ্য গ‌তি‌তে উন্নয়‌নের রোল ম‌ডেল হ‌বে তারা‌বো পৌরসভা ইনশাল্লাহ।

অনুষ্ঠা‌নে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপ‌জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমান, উপজেলা নিবার্হী অফিসার আহসান মাহমুদ রাসেল, রূপগঞ্জ উপ‌জেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান, তারাবো পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, তারাবো পৌরসভার নির্বাহী প্রকৌশলী জেড এম আনোয়ার, তারা‌বো পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা তাজুল ইসলা‌ম, রূপগঞ্জ উপ‌জেলা মু‌ক্তি‌যোদ্ধা সংস‌দের ভারপ্রাপ্ত কমান্ডার আমান উল্লাহ, রূপগঞ্জ উপ‌জেলা আওয়ামীলীগের যুগ্মসাধারন সম্পাদক মাহবুবুর রহমান মেহের, রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের কার্যকরী সদস্য মোহাম্মদ ফি‌রোজ ভুঁইয়া, রূপগঞ্জ উপ‌জেলা যুবলী‌গের সাধারন সম্পাদক মোস্তা‌ফিজুর রহমান শা‌হিনসহ অনেকে।

Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357

News & Commercial Office :
Phone: 096 9612 7234 & 096 1175 5298
e-mail: financialpostbd@gmail.com
HAC & Marketing (Advertisement)
Call: 01616 521 297
e-mail: tdfpad@gmail.com