মেটার মালিকানাধীন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। সারাক্ষণ কোনো না কোনো কাজে হোয়াটসঅ্যাপ ব্যবহার করছেন। প্রতিনিয়ত কয়েকশ কোটি বার্তা আদান-প্রদান হচ্ছে সাইটটিতে। তাই তো ব্যবহারকারীদের নিরাপত্তা ও হোয়াটসঅ্যাপ ব্যবহার আরও সহজ করতে নতুন নতুন ফিচার যুক্ত করছে প্ল্যাটফর্মটি।
হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর নিরাপত্তার ব্যাপারে খুবই সরব। হোয়াটসঅ্যাপে চ্যাট সুরক্ষার জন্য প্ল্যাটফর্মটি অনেক ফিচার যুক্ত করেছে। চলুন জেনে নেওয়া যাক হোয়াটসঅ্যাপে চ্যাট সুরক্ষিত রাখার ৫ উপায়-
ডিসঅ্যাপেয়ারিং মেসেজ
হোয়াটসঅ্যাপে ডিসঅ্যাপেয়ারিং মেসেজ নামের একটি অপশন থাকে। যদি আপনার মনে হয় চ্যাটের উপর কেউ নজরদারি চালাচ্ছে বা আপনার হোয়াটসঅ্যাপের মেসেজ দেখছে তাহলে এই অপশন অন করে দিন। তাহলে একটা নির্দিষ্ট সময় অন্তর মেসেজ উধাও হয়ে যাবে।
এন্ড-টু-এন্ড এনক্রিপশন
দ্বিতীয় টিপস হলো এন্ড-টু-এন্ড এনক্রিপশন। সব চ্যাটে এই ফিচার অন করে রাখুন। এটার সুবিধা হলো আপনি যাকে পাঠাচ্ছেন তিনি ছাড়া আর কেউ মেসেজের নাগাল পাবে না। তাই ফাঁস হওয়ার ঝুঁকিও থাকবে না। অবশ্যই হোয়াটসঅ্যাপে এই অপশন অন করে রাখুন।
সাইলেন্স আননোন কল
স্প্যাম কলের সংখ্যা দিনকে দিন বেড়েই চলেছে। এই কল বন্ধ করার উপায় রয়েছে। হোয়াটসঅ্যাপ সেটিংসে গিয়ে ‘সাইলেন্স আননোন কল’ নামের একটি অপশন পাবেন। যা অন করে রাখলে অচেনা কল এড়িয়ে যেতে পারবেন। বিশেষ করে স্প্যাম কলগুলো।
ব্যাকআপ এনক্রিপ্ট
মেসেজের পাশাপাশি চ্যাট ব্যাকআপও এনক্রিপ্ট করা যায়। ৯৯ শতাংশ হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী জানেন না, হোয়াটসঅ্যাপ চ্যাটের যে ব্যাকআপ তৈরি হয় ক্লাউড স্টোরেজে সেটাও ফাঁস হতে পারে। ব্যাকআপ স্টোরেজ হ্যাক করে নানা সংবেদনশীল তথ্যের নাগাল পেতে পারে হ্যাকাররা। তাই হোয়াটসঅ্যাপ ব্যাকআপ সুরক্ষিত রাখার জন্য এনক্রিপশন ফিচার এনেছে মেটা।
চ্যাট লক
চ্যাট লক অপশনটিও আপনার কাজে আসতে পারে। যদি মনে হয় আপনার ডিভাইস হ্যাক হয়েছে বা সাইবার আক্রমণের শিকার হয়েছেন তাহলে নির্দিষ্ট কোনো চ্যাট লক করে রাখতে পারেন। পাসওয়ার্ড বা বায়োমেট্রিক দিয়ে লক করা যায় এই চ্যাট।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357
News & Commercial Office :
Phone: 096 9612 7234 & 096 1175 5298
e-mail: financialpostbd@gmail.com
HAC & Marketing (Advertisement)
Call: 01616 521 297
e-mail: tdfpad@gmail.com