অস্ট্রেলিয়ার বিশ্বকাপ সেরা একাদশে রিশাদ

খেলা ডেস্ক || ২০২৪-০৬-২৯ ০৫:৫৪:০৫

image

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল আজ। যেখানে শিরোপার লড়াইয়ে ভারতের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। ফাইনালে আগে অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডের ওয়েবসাইট ক্রিকেটডটকমডটএইউ প্রকাশ করেছে টুর্নামেন্ট সেরা দল, যেখানে তারা রেখেছে বাংলাদেশের রিশাদ হোসেনকে।

অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড (৭ ম্যাচে ১৫৮.৩৮ স্ট্রাইক রেটে ২৫৫ রান) ও ভারতের রোহিত শর্মা (৭ ম্যাচে ১৫৫.৯৭ স্ট্রাইক রেটে ২৪৮ রান) থাকছেন দলের ওপেনার হিসাবে।

তিন নম্বরের জন্য বিবেচিত হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের উইকেটরক্ষক ব্যাটার নিকোলাস পুরান (৭ ম্যাচে ১৪৬.১৫ স্ট্রাইক রেটে ২২৮ রান)। চারে নামবেন যুক্তরাষ্ট্রের অ্যারন জোন্স (৬ ম্যাচে ১৩৫ স্ট্রাইক রেটে ১৬২ রান)।

পাঁচ নম্বরে জন্য বিবেচিত হয়েছেন অলরাউন্ড নৈপুণ্যে আলো ছড়ানো অস্ট্রেলিয়ার মার্কাস স্টয়নিস (৭ ম্যাচে ১৬৪ স্ট্রাইক রেটে ১৬৯ রান, ৮.৮৮ ইকোনমিতে ১০ উইকেট)। দলে আছেন আরেক অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া (৭ ম্যাচে ১৪৯.৪৬ স্ট্রাইক রেটে ১৩৯ রান ও ৭.৭৭ ইকোনমিতে ৮ উইকেট)। পান্ডিয়া বিবেচিত হয়েছেন ৬ নম্বরের জন্য।

স্পিন আক্রমণে দুই লেগ স্পিনারকে রেখেছে ক্রিকেটডটকমডটএইউ। আফগানিস্তানের রাশিদ খান (৮ ম্যাচে ৬.১৭ ইকোনমিতে ১৪ উইকেট) ও বাংলাদেশের রিশাদ হোসেন (৭ ম্যাচে ৭.৭৬ ইকোনমিতে ১৪ উইকেট)। রিশাদকে অন্তর্ভূক্ত করার ব্যাখ্যায় ক্রিকেটডটকমডটএইউ লিখেছে এটা রিশাদ হোসেনের ‘ব্রেকআউট ক্যাম্পেইন’।

পেস আক্রমণে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক আফগানিস্তানের ফজলহক ফারুকী (৮ ম্যাচে ৬.৩১ ইকোনমিতে ১৭ উইকেট), ভারতের জাসপ্রিত বুমরা (৭ ম্যাচে ৪.১২ ইকোনমিতে ১৩ উইকেট) ও দক্ষিণ আফ্রিকার আনরিখ নরকিয়া (৮ ম্যাচে ১৩.৪৬ ইকোনমিতে ১৩ উইকেট) আছেন।

একনজরে ক্রিকেটডটকমডটএইউ এর টি-টোয়েন্টি বিশ্বকাপ সেরা একাদশ

ট্রাভিস হেড (অস্ট্রেলিয়া), রোহিত শর্মা (ভারত), নিকোলাস পুরান (ওয়েস্ট ইন্ডিজ), অ্যারন জোন্স (যুক্তরাষ্ট্র), মার্কাস স্টয়নিস (অস্ট্রেলিয়া), হার্দিক পান্ডিয়া (ভারত), রাশিদ খান (আফগানিস্তান), রিশাদ হোসেন (বাংলাদেশ), ফজলহক ফারুকী (আফগানিস্তান), জাসপ্রীত বুমরাহ (ভারত) ও আনরিখ নরকিয়া (দক্ষিণ আফ্রিকা)।

Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357

News & Commercial Office :
Phone: 096 9612 7234 & 096 1175 5298
e-mail: financialpostbd@gmail.com
HAC & Marketing (Advertisement)
Call: 01616 521 297
e-mail: tdfpad@gmail.com