ভিন্ন নামে ‘আনসার আল ইসলাম’ এর তৎপরতা; কক্সবাজারে সক্রিয় ৩ সদস্য আটক
কক্সবাজার প্রতিনিধি ||
২০২৪-০৬-২৮ ১১:০৮:৪২
নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’ ভিন্ন নামে কক্সবাজারে সংগঠনিক তৎপরতা চালাচ্ছে। ‘আস-শাহাদাত’ গ্রুপের নামে সংগঠনের সদস্য সংগ্রহসহ নানা এই তৎপরতায় জড়িত ৩ সদস্যকে আটক করেছে র্যাব। কক্সবাজারের চৌফলদন্ডী এলাকা থেকে তাদের আটক করা হয়।
অভিযানে উদ্ধার করা হয়েছে উগ্রবাদী পুস্তিকা, লিফলেট ও বিস্ফোরক তৈরীর ম্যানুয়াল।
আটককৃতরা হলেন, জামালপুর জেলার ইসলামপুর এলাকার আবদুল ওহাবের ছেলে মো. জাকারিয়া মন্ডল (১৯), ভোলা জেলার বোরহান উদ্দিন উপজেলার নুরুল আমিনের ছেলে মো. নিয়ামত উল্লাহ (২১) ও ফেনী জেলার সোনাগাজির ইদ্রিস আলীর ছেলে মো. ওজায়ের (১৯)।
কক্সবাজার র্যাব ১৫ এর কার্যালয়ে শুক্রবার দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন র্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইং'র পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম।
সংবাদ সম্মেলনে কমান্ডার আরাফাত ইসলাম জানান, র্যাব-১৫ এবং র্যাব-৭ যৌথভাবে বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত চৌফলদন্ডী এলাকায় এ অভিযান পরিচালনা করেন। অভিযানে ৩ জনকে আটক করা হয়। এই ৩ জনই ‘আনসার আল ইসলাম’ এর সক্রিয় সদস্য। তারা আফগানিস্থানে তালেবানের উত্থানে উদ্বুদ্ধ হয়ে আল কায়েদা মতাদর্শের জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’ যোগদান করে। এ গ্রুপটির প্রতিষ্ঠাতা পার্শ্ববর্তী দেশের নাগরিক হাবিবুল্লাহ এবং কথিত আমির সালাহউদ্দিন।
র্যাব কর্মকর্তা বলেন, জিজ্ঞাসাবাদে আটক ৩ জন জানিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযানে তাদের গুরুত্বপূর্ণ ও নেতৃস্থানীয় অনেক সদস্য গ্রেফতার হয়। কিছু সদস্য আইন-শৃঙ্খলা বাহিনী কর্তৃক গ্রেফতার হওয়ায় সংগঠনকে পুনরুজ্জীবিত করতে তারা নতুন সদস্য সংগ্রহ করছে। ধর্মের অপব্যাখা দিয়ে সহজে ব্রেন ওয়াশের মাধ্যমে ভুলপথে নেয়া যায় তাই কোমলমতি কিশোররা তাদের প্রথম টার্গেট । এ কারণে এই সংগঠনের বেশিরভাগ সদস্য ১৯-২০ বছর বয়সী তরুণ এবং মাদ্রাসার ছাত্র ও শিক্ষক। সংগঠনের মাদ্রাসা শিক্ষক সদস্যগণ সু-কৌশলে মাদ্রাসা পড়ুয়া কোমলমতি ছাত্রদের এ বিষয়ে অনুপ্রাণিত করতো। এ জন্য তারা সংগঠনের সদস্যদের গোপনে শারীরিক প্রশিক্ষণ দিতো । সংগঠনটির বাংলাদেশের পরবর্তী সম্ভাব্য আমিরের আহ্বানে সাড়া দিয়ে এরা কক্সবাজারে একত্রিত হয়েছিল।
এ ব্যাপারে মামলা করে আটককৃতদের কক্সবাজার সদর থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357