ময়মনসিংহ প্রেসক্লাবে মুক্তিযোদ্ধাদের ৯ দফা দাবীতে সংবাদ সম্মেলন
এ,কে,এম, আসাদুজ্জামান পাইলট, ময়মনসিংহ ||
২০২৪-০৬-২৬ ১২:৪৯:৫৪
ময়মনসিংহ প্রেসক্লাবে সকাল ১১ টায় জেলা মুক্তিযোদ্ধা ও সদর উপজেলা সহ জেলা মুক্তিযোদ্ধা আহবায়ক বীর মুক্তিযোদ্ধা ছাদেকুর রহমান জেলা সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোঃ কামাল পাশা সদর উপজেলা সদস্য সচিব মোঃ সেলিম সরকার রবার্ট সহ বিভিন্ন জেলা ও উপজেলা নেতৃবৃন্দ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এছারাও ময়মনসিংহ জেলার সন্তান কমান্ডরের সাধারণত সম্পাদক মোঃ রিয়াজুল ইসলাম রানা সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান শাহিন সহ সন্তান কমান্ডের নেতৃবৃন্দ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আহবানে বীর মুক্তিযোদ্ধারা মুক্তিযোদ্ধে অংশগ্রহণ করেন। বীর মুক্তিযোদ্ধাদের দাবী ৯ দফা উথাপন করা হয়। ১ ডিসেম্বরকে বীর মুক্তিযোদ্ধা দিবস হিসাবে এবং বীর মুক্তিযোদ্ধাদের প্রাইড ফোর্স হিসাবে গেজেট প্রকাশ ও জোর দাবি। বাজারের দ্রব্যমূলের উদ্ধগতি বিশ হাজার টাকার পরিবর্তে ৫০ হাজার টাকা মুক্তিযোদ্ধাদের পক্ষে জোর দাবী। বীর মুক্তিযোদ্ধ পরিবার সুরক্ষা আইন মহান সংসদে পাশ করার দাবি জানান। সংবাদ সম্মেলনের বক্তব্যে শেষে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় এসে স্মারক লিপি প্রদান করেন।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357