পলাশে ঈদের ছুটিতে ফ্রি চিকিৎসা পেলেন ৩০০ রোগী
পলাশ (নরসিংদী) প্রতিনিধি : ||
২০২৪-০৬-২০ ০৭:০৫:৪৬
ঈদের ছুটিতে যখন পরিবার পরিজনদের সাথে বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন আনন্দঘন সময় পার করে যাচ্ছেন, সেখানে ডা: মো: শাকিল মাহমুদ বৃষ্টি উপেক্ষা করে নিম্নবিত্ত ও অসহায় প্রায় ৩০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে মানবতার দৃষ্টান্ত স্থাপন করলেন।
আজ বৃহস্পতিবার (২০ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত নরসিংদীর পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের রাবান স্বপ্নাশ্রয় গ্রন্থাগারে শিশু থেকে শুরু করে সব বয়সের এসব রোগীদের চিকিৎসা সেবা দিয়েছেন তিনি। এছাড়াও ঘোড়াশাল পৌর এলাকার ধলাদিয়া গ্রামেও বৃষ্টি উপেক্ষা করে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছেন তিনি।
চিকিৎসা সেবা প্রদান করা চিকিৎসক হলেন সাভার গণস্বাস্থ্য মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা: শাকিল মাহমুদ। এসময় চিকিৎসা সেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা স্বস্তি প্রকাশ করেন।
চিকিৎসাসেবা নিতে আসা ৫৫ বছর বয়সী পরিমল ভৌমিক ও চিত্তরঞ্জন পাল বলেন, আমরা গরিব মানুষ, ডাক্তার দেখানোর টাকাও অনেক সময় থাকে না। শহরে গিয়ে ডাক্তার দেখানোর ক্ষমতা নেই। আমাদের এলাকার ডাক্তার ঈদের ছুটিতে এসে টাকা ছাড়া রোগী দেখতেছেন এমন খবর পেয়ে আমরাও ডাক্তার দেখাতে এসেছি। ডাক্তারের সেবা পেয়ে আমরা খুশি হয়েছি।
ডা: মো: শাকিল মাহমুদ বলেন, আমি এই এলাকার সন্তান। এখানকার মানুষের প্রতি আমার অনেক দায়িত্ব ও কর্তব্য রয়েছে। আমি আমার বন্ধুদের নিয়ে ঈদে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছি। ঈদের ছুটিতে এসে অহেতুক সময় নষ্ট না করে ভালো কাজে লাগাতে এই আয়োজন করেছি। নিম্নবিত্ত ও অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছি।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357