কক্সবাজারের মালখানার পেছনের দেয়াল ভাঙলো চুরের দল
কক্সবাজার প্রতিনিধিঃ ||
২০২৪-০৬-০৪ ১০:০৩:২৭
কক্সবাজার জেলা শহরের কোর্ট বিল্ডিং এলাকায় স্থাপিত মালখানার পেছনের দেয়াল ভেঙ্গেছে চুরের দল। ৩ জুন গভীর রাতে চুরির উদ্দেশ্যে অত্যন্ত সুকৌশলে দেয়ালটির একটি অংশ ভাঙ্গা হয়। এই ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ।
এদিকে, মালখানার মতো স্পর্শকাতর একটি স্থানের দেয়াল কিভাবে ভাঙ্গা হলো। তা নিয়ে আদালত চত্ত্বরে শুরু হয়েছে শোরগোল। কারণ হিসেবে অনেকেই বলছেন, মালখানায় সাধারণত সরকারিভাবে জব্দকৃক অবৈধ ও বৈধ অস্ত্র, গুলা-বারুদ, মাদক দ্রব্য এবং গোপন নথিপত্র জমা রাখা হয়। পরবর্তীকালে আদালতের আদেশে সেগুলো উপস্থাপন করা হয়। অনেক সময় নথিপত্র সংরক্ষণ করে মালখানায় সংরক্ষিত মাদকদ্রব্য ম্যাজিস্ট্রেটের সামনে ধ্বংস করা হয়। এমন স্থানে সাধারণ কোন উদ্দেশ্যে চুরি সংঘটিত হতে পারে না।
চুরির বিষয়ে জানতে চাইলে কক্সবাজার কোর্ট পুলিশের ইন্সপেক্টর মো: গোলাম জিলানী বলেন, চুরির বিষয়ে কিছু বলতে পারবো না। কোন কিছু মিসিং দেখছি না। দেয়াল ভাঙার বিষয়ে এসপি স্যারকে জানিয়েছি। দেয়ালটি মানুষ ভেঙেছে নাকি প্রাকৃতিক কোন কারণে ভেঙেছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন দেয়ালটি মানুষ ভেঙেছে।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357