নাঙ্গলকোটের অটোরিকশা চালককে বাড়ী থেকে ডেকে নিয়ে হত্যা: ঘাতক আটক
মো. রেজাউল করিম রাজু, নাঙ্গলকোট (কুমিল্লা) ||
২০২৪-০৫-২৬ ১০:২২:০০
কুমিল্লার নাঙ্গলকোটের অটোরিকশা চালক আবু হানিফ মিয়াকে (২৫) বাড়ী থেকে ডেকে নিয়ে গলাকেটে হত্যার ঘটনা ঘটেছে। এঘটনায় পুলিশ ঘাতক মনির হোসেনকে শনিবার গভীর রাতে উপজেলার হাসানপুর এলাকা থেকে আটক করে। গতকাল রবিবার আসামী মনির হোসেনকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
নিহত আবু হানিফ মিয়া নাঙ্গলকোট উপজেলার মৌকরা ইউপির চাঁন্দগড়া গ্রামের আলী আকবরের ছেলে।
নিহতের শ্বশুর আব্দুর রশিদ মজুমদার বলেন, ৫ বছর পূর্বে পারিবারিক ভাবে তার মেয়ের সঙ্গে বিবাহ হয়। তাদের দাম্পত্য জীবন হুমায়রা আক্তার নামের ৪ বছরের একটি কন্যা সন্তান রয়েছে। শনিবার রাত ৩ টার দিকে মোবাইল ফোনে জানতে পারি আমার মেয়ের জামাইকে কে বা কাহারা লাকসামে হত্যা করেছে। পরে দ্রুত লাকসাম থানা গিয়ে দেখি জামাইর নিথর দেহ। সেই সঙ্গে ঘাতককেও আটক করেছে পুলিশ। সম্প্রতি এনজিও ব্যাংক থেকে ১ লাখ টাকা ঋণ করে একটি অটোরিকশা ক্রয় করেছে। এ কিস্তির টাকাও এখনো পরিশোধ হয়নি। এরি মধ্যে অটোরিকশা চোর মনির হোসেন তাকে হত্যা করেছে। তিনি এ হত্যাকান্ডের সুস্থ বিচারের দাবি জানান।
এ বিষয়ে মৌকরা ইউপি সদস্য চাঁন্দগড়া গ্রামের ছালে আহম্মেদ বলেন, আবু হানিফ সহজসরল জীবনযাপন করতেন। অটোরিকশা চালিয়ে সংসার চালাতেন। এ হত্যাকান্ডের ন্যায় বিচারের দাবি করছি।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুরের কিছু সময় পর লাকসাম উপজেলার গোবিন্দপুর ইউপির মোহাম্মদপুর গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছনে মালেক মেম্বারের বাড়িতে অটোরিকশা চালক হানিফ মিয়ার গলাকাটা শরীর ও রক্ত দেখতে পায় প্রতিবেশী এক নারী। এ সময় মনির হোসেন (৩৮) ও তার মা মঞ্জুমা বেগমকে ওই গলাকাটা ব্যক্তির পাশে দাড়িয়ে থাকতে দেখে ওই নারী চিৎকার দিলে ঘাতক মনির পালিয়ে যায়। পরে এলাকার লোকজন জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ ফোন করলে লাকসাম থানা পুলিশ হানিফ মিয়াকে উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য ওইদিনই কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
ঘাতক মনির হোসেন লাকসাম উপজেলার উত্তরদা ইউনিয়নের ঠেঙ্গারপাড় গ্রামের আব্দুল মতিনের ছেলে। বর্তমানে সে গোবিন্দপুর ইউনিয়নের মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছনে মালেক মেম্বারের বাড়িতে তার মাসহ নানার বাড়িতে বসবাস করে।
এ বিষয়ে লাকসাম থানার অফিসার ইনচার্জ মো. সাহাবুদ্দিন খাঁন বলেন, ময়নাতদন্তের পর নিহতের মরদেহ পরিবারকে হস্তান্তর করা হয়েছে। অভিযুক্ত মনির হোসেনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে ব্যাটারী চালিত অটোরিকশা চুরি করতে গিয়ে তাকে গলাকেটে হত্যা করা হয়। এতে আর কেউ জড়িত কিনা এ বিষয়ে তদন্ত চলছে। এ ঘটনায় নিহতের পরিবার লাকসাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357