হাবিপ্রবি'র ভাইস-চ্যান্সেলরের সঙ্গে নেপালের ডেপুটি চিফ অব মিশনের সাক্ষাৎ

দিনাজপুর প্রতিনিধিঃ || ২০২৪-০৫-২৪ ১১:১৫:০৪

image
দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বাংলাদেশে অবস্থিত নেপাল দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন মিস ললিতা সিলওয়াল। আজ শুক্রবার ( ২৪ মে) সকাল সাড়ে ১০ টায় হাবিপ্রবি'র ভাইস-চ্যান্সেলরের অফিসে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন নেপাল দূতাবাসের সেকেন্ড সেক্রেটারি ইয়োজানা বামজান, সেক্রেটারি টু দ্যা অ্যাম্বাসেডর রিয়া সিত্রাই, হাবিপ্রবি’র রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ সাইফুল ইসলাম, প্রক্টর প্রফেসর ড. মোঃ মামুনুর রশিদ, জনসংযোগ ও প্রকাশনা শাখার পরিচালক প্রফেসর ড. শ্রীপতি সিকদার, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সেকশনের পরিচালক প্রফেসর ড. মোঃ জামাল উদ্দিনসহ অন্যান্য শিক্ষক-কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় মাননীয় ভাইস-চ্যান্সেলর হাবিপ্রবিতে অধ্যয়নরত নেপালি শিক্ষার্থীসহ বিদেশী শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয় নিয়ে তাদের সঙ্গে কথা বলেন। মিস ললিতা সিলওয়াল হাবিপ্রবির শিক্ষার পরিবেশ ও ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং ভাইস-চ্যান্সেলর মহোদয়কে ধন্যবাদ জ্ঞাপন করেন। ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় শেষে নেপাল দূতাবাসের প্রতিনিধিবৃন্দ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নেপালি শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন।

Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357

News & Commercial Office :
Phone: 096 9612 7234 & 096 1175 5298
e-mail: financialpostbd@gmail.com
HAC & Marketing (Advertisement)
Call: 01616 521 297
e-mail: tdfpad@gmail.com