সড়ক-মহাসড়কে যানবাহন থেকে চাঁদা উত্তোলন, র্যাবের অভিযানে গ্রেফতার ১১
নীলফামারী প্রতিনিধি ||
২০২৪-০৫-১৯ ১৩:৫৫:১৯
সড়ক-মহাসড়কে পণ্যবাহী যানবাহন থেকে চাঁদা উত্তোলনের অভিযোগে নীলফামারীর জলঢাকায় দুইজনকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন(র্যাব) ১৩ এর অভিযানিক দল। শনিবার বিকেলে জলঢাকা-রংপুর সড়ক থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন জলঢাকা উপজেলা শহরের দুন্দিবাড়ি এলাকার শাহ আলম ও কদমতলী এলাকার গোলাম মোস্তফা।
এছাড়াও রংপুর ও কুড়িগ্রাম থেকে আরো নয়জনকে একই অভিযোগে গ্রেফতার করা হয়।
র্যাব-১৩ সুত্র জানায়, পণ্যবাহী বিভিন্ন যানবাহন থেকে বেআইনি ভাবে বিভিন্ন উপায়ে রশিদ প্রদান করে চাঁদা উত্তোলন করে আসছিলো একটি গোষ্ঠি। লাঠি সোডা দেখিয়ে পণ্যবাহী যানবাহনের চালককে ভয়ভীতি দেখাতো। গোপন অনুসন্ধ্যান করে সত্যতা নিশ্চিত হওয়ার পর অভিযানে নামে র্যাব। এরই অংশ হিসেবে ১১জনকে গ্রেফতার করা হয়।
র্যাব-১৩ এর উপ-পরিচালক(মিডিয়া) মাহমুদ বশির আহমেদ জানান, নীলফামারী জলঢাকা থেকে গ্রেফতার দুইজনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া বাকিদেরও সংশ্লিষ্ঠ থানায় হস্তান্তর করা হয়েছে।
চাঁদা উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357