উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে কাপ-পিরিচ পেয়েছেন মোহাম্মদ আনোয়ার সাদাত
এ,কে,এম আসাদুজ্জামান পাইলট, ময়মনসিংহ ||
২০২৪-০৫-১৫ ১০:২৩:৩১
ময়মনসিংহ ত্রিশাল উপজেলা পরিষদ নির্বাচনে প্রতীক বরাদ্দে চেয়ারম্যান পদে সোমবার (১৩ মে ২০২৪) জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে রিটার্নিং কর্মকর্তার পক্ষ থেকে কাপ-পিরিচ প্রতীক পেয়েছেন মোহাম্মদ আনোয়ার সাদাত। প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার। তাছাড়া উপজেলার অন্যান্য চেয়ারম্যান প্রার্থীদেরও প্রতীক বরাদ্দ দেয়া হয়।
কাপ- পিরিচ প্রতীক পেয়ে ত্রিশাল উপজেলার বাসীর সাধারণ ভোটারদের প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস রেখে মোহাম্মদ আনোয়ার সাদাত বলেনঃ তারাই আমার শক্তি, আশাকরি আমাকে ভোট দিয়ে জয় যুক্ত করিবেন। আমি ত্রিশাল উপজেলাকে দেশের অন্যতম স্মার্ট ও আধুনিক উপজেলা গড়ে তুলতে বদ্ধ পরিকর থাকবো।
তিনি আরো বলেন - আপনাদের ভোটে আমি যদি বিজয়ী হতে পারি, আমার লক্ষ্য থাকবে, গ্রামীন সমাজ ব্যবস্থাকে নগরের আদলে উন্নয়ন অগ্রযাত্রায় সামিল করা। তিনি আরও বলেন, আমি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়ে ত্রিশালের বিভিন্ন ইউনিয়নের রাস্তা, স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, সংস্কার করে গরীব দুঃখী মেহনতী মানুষের মাঝে বয়স্কভাতা, বিধবাভাতা সঠিকভাবে বিতরণ করবো এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্প সঠিকভাবে বাস্তবায়ন করে গ্রাম্য শালিসের মাধ্যমে ইউনিয়নের বিভিন্ন সমস্যার সমাধানে নিরলস কাজ করবো ইনশাআল্লাহ।
জনগনের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের সুখ-দুঃখে পাশে থাকবো; আমি বিজয়ী হতে পারি আর না পারি। ভোট আপনাদের আমানত, এটাকে সঠিকভাবে প্রয়োগ করার দায়িত্ব আপনাদের। (ভোটাধিকার) কখনও দায়িত্বহীনতার পরিচয় দিবেন না বলে আশা করি। এতে করে খারাপ মানুষ নির্বাচিত হয়ে যাবে। ক্ষতি হবে আপনাদের, জেনেশুনে ক্ষতির মুখে পড়বেন না। যোগ্য যদি কাউকে মনে করেন নির্দ্বিধায় তাকে ভোট প্রদান করবেন। অযোগ্য, মোনাফেক কাউকে নেতা নির্বাচিত করে পশ্চাৎপদে নিয়ে যাবেন না প্রিয় ত্রিশালটাকে।
সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক এমপি, আপনাদের প্রিয় মানুষ, যে, কি, না দলবল নির্বিশেষে, একি পরিবার ভাবতেন সবাইকে মহরমঃ আব্দুল খালেক সাহেবের সন্তান মোহাম্মদ আনোয়ার সাদাত, এখন আপনাদের সন্তান, আপনারাই আমার চিন্তা চেতনায় বিরাজমান। আমার ব্যক্তিগত কোন চাওয়া পাওয়া নেই। আপনাদের জন্য আমৃত্যু কাজ করে যেতে চাই এটাই আমার প্রত্যাশা।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357