সাড়ে পাঁচ মাস পর দিনাজপুর হিলি দিয়ে পেঁয়াজ আমদানি শুরু
সুলতান মাহমুদ, দিনাজপুর ||
২০২৪-০৫-১৫ ১০:২১:৩৬
দীর্ঘ সাড়ে পাঁচ মাস পর দিনাজপুর হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে।
আজ মঙ্গলবার সন্ধ্যা ৬ টায় দিকে পেঁয়াজ বোঝায় একটি ট্রাক বাংলাদেশে প্রবেশের মধ্যে দিয়ে আবারো আমদানি কার্যক্রম শুরু হল।
আর,এস,বি নামের একটি পেঁয়াজ আমদানি কারক প্রতিষ্ঠান প্রথম দিন একটি ট্রাকে ৩০ মেট্রিকটন পেঁয়াজ আমদানি করেছেন।
আমদানি কৃত ভারতীয় পেঁয়াজ ভারতে ৪০ পার্সেন শুল্ক পরিষদ করে টন প্রতি ৫৫০ ডলারে খরচ দিয়ে আমদানি করতে হয়েছে ।
এর আগে চলতি মাসের ৪ তারিখ থেকে পেঁয়াজ আমদানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর রবিবার (৫ মে) কৃষি মন্ত্রণালয়ের খামারবাড়িতে ইমপোর্ট পারমিটের (আইপি) জন্য আবেদন করেন ব্যবসায়ীরা।
আবেদনের পর ২৫ আমদানি কারকে প্রায় ২৫ হাজার মেট্রিকটন পেঁয়াজ আমদানির অনুমতি দেয় কৃষি মন্ত্রণালয়ের খামার বাড়ি।
বিষয়টি নিশ্চিত করেছে হিলি স্থলবন্দরের (উদ্ভিদ সংগনিরোধ) উপ-সহকারী ইউসুফ আলী।
আমদানি কারকের প্রতিনিধি আহেম্মদ আলী সরকার বলেন, ভারতের রপ্তানি নিষেধাজ্ঞা থাকায় দীর্ঘ প্রায় সাড়ে ৫ মাস পেঁয়াজ আমদানি বন্ধ ছিলো। তবে সেই নিষেধাজ্ঞা গেলো ৪ই মে প্রত্যাহার করে নেওয়ার পরও ৪০% শুল্ক থাকায় নানা জল্পনা কল্পনা শেষে ১১দিন পর আজ থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। আমদানি স্বাভাবিক থাকলে পেঁয়াজের দাম কোরবানি ঈদে বাড়বে না বলেও জানান তিনি।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357