দিনাজপুরে পিকআপসহ আন্তঃজেলা ডাকাত চক্রের ৪ জন সদস্য গ্রেফতার

শাহ্ আলম শাহী, দিনাজপুর: || ২০২৪-০৫-০৮ ০৭:২৫:৩১

image
দিনাজপুরে ফুলবাড়ীতে ডাকাতি'র ঘটনায় ডাকাতির কাজে ব্যবহৃত পিকআপ ভ্যানসহ আন্তঃজেলা ডাকাত চক্রের ০৪ জন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বুধবার ( ৮ মে) দুপুরে এনিয়ে পুলিশ প্রেস ব্রিফিং করেছে। দিনাজপুর ফুলবাড়ী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন গণমাধ্যমকর্মীদের জানান,গ্রেফতারকৃত আসামিরা হলেন, মোঃ মোস্তাকিম ইসলাম (৩৫), মোঃ আব্দুর রহমান (৩৫),মোঃ হাসান (২৮) ও মোঃ বেলাল (৪৫)। মোঃ মোস্তাকিম ইসলাম দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার চৌকিয়াপাড়া ( সোনাপাড়া) এলাকার মোঃ আইনুদ্দীন মন্ডলের ছেলে। মোঃ আব্দুর রহমান বগুড়া জেলার দুঁপচাচিয়া উপজেলার ছোট বেড়াগাঁও গ্রামের মৃত আব্দুল মান্নান ছেলে। মোঃ হাসান বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার মাসুমপুর চালুঞ্জা গ্রামের মোঃ কোব্বাতের ছেলে ও মোঃ বেলাল দিনাজপুরের বিরামপুর উপজেলা পৌর শহরের ৭ নং ওয়ার্ডের কলেজপাড়া এলাকার ইউনুস আলীর ছেলে। গ্রেফতারকৃতরা আন্ত:জেলার ডাকাত সদস্য। এর মধ্যে মোঃ মোস্তাকিম ইসলামের বিরুদ্ধে দিনাজপুর,বগুড়া, জয়পুর হাটসহ দেশের বিভিন্ন জেলায় ডাকাতি ও মাদকের অসখ্য মামলা রয়েছে। পুলিশ জানায়, ৬ মে ভোর পৌনে ৪ টার দিজে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ১নং এলুয়ারী ইউনিয়নের পার্বতীপুর গ্রামস্থ লালদীঘি বাজারের সিকিউরিটি গার্ডকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে অত্যাধুনিক কাটার দিয়ে তালা কেটে মুদিখানা ও বিকাশ নগদের দোকান মেসার্স পল্লব ভ্যারাইটিজ স্টোর এন্ড টেলিকম, দুলালের মেসার্স তিনভাই ট্রেডার্স কীটনাশকের দোকান, মোঃ স্বাধীন সাগরের মেসার্স সাগর টেডার্স কীটনাশকের দোকানে দুর্ধর্ষ ডাকাতি সংঘঠিত হয়। এ ঘটনায় ৭ মে জেলা পুলিশ সুপার শাহ্ ইফতেখার আহম্মেদ পিপিএম (বার) এর সার্বিক দিক নির্দেশনায়, দিনাজপুর ফুলবাড়ী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেনের সার্বিক সহযোগিতায় ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ এর নেত্রীত্বে দুইটি টিম গঠন করা হয়। গঠনকৃত টিম দুইটি ৪৮ ঘন্টা অক্লান্ত পরিশ্রম করে তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বগুড়া, জয়পুরহাট, নওগাঁ সহ দিনাজপুর জেলার বিভিন্ন থানায় অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনা করে ডাকাতির সাথে জড়িত আন্তঃজেলা ডাকাত চক্রের ওই ৪ জন সদস্যকে গ্রেফতার করে। উদ্ধার করে ডাকাতির কাজে ব্যবহৃত পিকআপভ্যান। যার নং-ঢাকা মেট্রো-ন-১২৫০৪৭। ধৃত ডাকাতেরা উল্লেখিত ডাকাতির ঘটনায় তাদের সম্পৃক্ততার কথা প্রাথমিক ভাবে স্বীকার করেছে জানিয়েছে পুলিশ। লুন্ঠিত মালামাল উদ্ধার অভিযান ও অবশিষ্ট ডাকাতদের গ্রেফতার অভিযান অব্যহত রয়েছে,বলেও পুলিশ জানিয়েছেন।

Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357

News & Commercial Office :
Phone: 096 9612 7234 & 096 1175 5298
e-mail: financialpostbd@gmail.com
HAC & Marketing (Advertisement)
Call: 01616 521 297
e-mail: tdfpad@gmail.com