লেখক ঐক্য'র আয়োজনে রবীন্দ্রজয়ন্তী পালন
আলমগীর কবীর হৃদয়, পাবনা ||
২০২৪-০৫-০৮ ০৭:১৫:১৬
সাহিত্য শিক্ষা ঐক্য- শুদ্ধ চর্চাই লক্ষ্য এই স্লোগান নিয়ে পাবনা লেখক ঐক্য আয়োজিত "রবীন্দ্র জয়ন্তী ও দুই বাংলার সাহিত্য সন্ধ্যা" অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে অদ্য ৭ মে বিকেল ৪ টা থেকে রাত সাড়ে ৮ টা পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মিলনায়তনে।
উক্ত অনুষ্ঠান কবি ও কথাসাহিত্যিক মোখলেস মুকুল এর সভাপতিত্বে উদ্বোধক ছিলেন যথাক্রমে সাহানারা খাতুন, কবি, কথাসাহিত্যিক ও বাচিক শিল্পী (ভারত), ডা. মঞ্জুরা রহমান, কবি ও কথাসাহিত্যিক পাবনা, বাংলাদেশ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাবনার সর্বজন শ্রদ্ধেয় শিক্ষাবিদ অধ্যাপক মোহাম্মদ কামরুজ্জামান বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল (অবঃ) ডা. রবিউল হোসেন, ডা. সরোয়ার জাহান ফয়েজ, কবি ও কথাসিহিত্যিক,অধ্যক্ষ এনামুল হক টগর, কবি, গীতিকার ও শিক্ষাবিদ আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলকাতা থেকে আগত গৌতম চৌধুরী, কবি, আবৃত্তিকার ও সংগীত শিল্পী, অধ্যাপক উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, কবি ও সঙ্গীত শিল্পী। ঢাকা থেকে আগত কবি, প্রাবন্ধিক ও গবেষক মাসুদ রানা, এনআরবি নিউজ২৪.কম সম্পাদক ওমর আলী, পুরো অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কবি, বাচিকশিল্পী, সংগঠক ও গীতিকার আলমগীর কবীর হৃদয় এবং কবি ও বাচিকশিল্পী সৈয়দা জহুরা আক্তার ইরা, আমন্ত্রিত অতিথিদের ফুল ও উত্তরীয় দিয়ে বরণ করা হয়, তারপর কোরআন থেকে তেলওয়াত করেন উত্তরণ পাবনার সহ সাধারন সম্পাদক কবি মোঃ রুদ্র বিশ্বাস উদ্বোধন ঘোষণা ও প্রদীপ প্রজ্জ্বলন শেষে স্বাগত বক্তব্য প্রদান করেন কবি ও আবৃত্তিকার সাইফুল কামাল।শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বীর মুক্তিযোদ্ধা সামসুল হক টুকু কলেজের অধ্যক্ষ আব্দুদ দায়েন, ডাঃ শরিফুন নেসা। তারপর কবি কণ্ঠে কবিতা পাঠ করেন কবি ও গবেষক সুমন শামস, উত্তরণ পাবনার সহ সাহিত্য সম্পাদক কবি নীলিমা নীল, কবি ও বাচিকশিল্পী মন্জ্ঞুরুল ইসলাম, কবি বিজুরি ইসলাম, কবি মরিয়ম বেলারুশি, কবি সালেহা ইমতিয়াজ, কবি সাইদা আক্তার কল্পনা, প্রমুখ।
অনুষ্ঠানে অতিথিদের আলোচনা, সঙ্গীত পরিবেশন, প্রধান অতিথির বক্তব্য সভাপতি বক্তব্য শেষে আবু হেনা মোস্তফা কামাল সাহিত্য পদক ২০২৪ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় ভারতীয় কবি কণ্ঠশিল্পী ও আমন্ত্রিত অতিথি দের এবং অনুষ্ঠানের প্রধান অতিথির হাতে সম্মাননা পদক তুলে দেন অনুষ্ঠানের সভাপতি কবি ও কথাসাহিত্যিক মোখলেস মুকুল।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357