আশুলিয়ায় ঝুট ব্যবসাকে কেন্দ্র করে যুবলীগ নেতার বাড়িতে হামলার অভিযোগ

সাভার (ঢাকা) প্রতিনিধিঃ || ২০২৪-০৫-০৫ ১১:৩৩:৫০

image
সাভারের আশুলিয়ায় ঝুট ব্যবসা দখলের জেরে ইউনিয়ন যুবলীগের সভাপতির পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় যুবলীগ নেতার বাবা-মা, ভাই ও চাচাসহ অন্তত ১৫ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার সকালে সাভার উপজেলার আশুলিয়া থানার শিমুলিয়া ইউনিয়নের গোহাইলবাড়ির মেশিনপাড় এলাকায় শিমুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আমির হোসেন জয়ের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে এই হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন-মো. আব্দুল হক, নুরুল ইসলাম, আতোয়ার রহমান (৭৫), শামসুল, হৃদয় আহমেদ জিয়াসহ কমপক্ষে ১৫ জন। এদের মধ্যে একজনকে সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতাল ও বাকিদের শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল হসপিটালে ভর্তি করা হয়েছে। হামলায় অভিযুক্তরা হলেন, ইব্রাহিম, আওলাদ পারভেজ, শাহিন, শহিদসহ আরও অনেকে। আহত হৃদয় আহমেদ জিয়া বলেন, শিমুলিয়ার অ্যাপারেলস টুডে লিমিটেড কারখানায় ঝুট ব্যবসা করেন ইউনিয়ন যুবলীগের সভাপতি আমির হোসেন জয়ের ভাই আমানউল্লাহ হাজী। তিনি দীর্ঘদিন ধরে ওই কারখানায় ঝুট ব্যবসা করে আসছেন। তবে সকালে কয়েকশত লোক দেশীয় অস্ত্র নিয়ে আমির হোসেনের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়। এসময় আমান হাজী, আমির হোসেনের বাবা আতাউর হাজী ও তার মাসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। ঝুট ব্যবসা দখলের জন্যই এ হামলা করেছে স্থানীয় কিছু প্রভাবশালী। এ হামলায় আমিও আহত হয়ে এনাম মেডিকেলে চিকিৎসাধীন। এব্যাপারে অ্যাপারেলস টুডে লিমিটেড কারখানার ঝুট ব্যবসায়ী আমানউল্লাহ হাজী আমান বলেন, কারখানাটাই আমার। সেখানে আমি দীর্ঘদিন ধরে ঝুট ব্যবসা করে আসছিলাম। আজ প্রভাবশালীরা ঝুট ব্যবসা দখলে নেওয়ার জন্য আমাদের বাড়িতে হামলা করে আমার বৃদ্ধ বাবা-মাসহ ১৫ জনকে মারধর করেছে। এব্যাপারে থানা পুলিশকে জানানো হয়েছে। অভিযোগ দায়েরের প্রস্ততি চলছে। শিমুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আমির হোসেন জয় বলেন, আমরা জাতীয় নির্বাচনে নৌকার পক্ষে কাজ করেছি। এটাই আমাদের অপরাধ। হামলাকারীরা জাতীয় নির্বাচনে নৌকার বিরুদ্ধে কাজ করেছে। সাভারে নৌকা হেরে যাওয়ায় নৌকাবিরোধী আ.লীগের পদধারী লোকজনই আমাদের পরিবারের ওপর হামলা চালায়। আমাদের বাড়ির গেট ব্যবসা প্রতিষ্ঠান ভেঙে আমাদের পরিবারের ৫ জন সদস্যসহ ১৫ জনকে পিটিয়ে গুরযতর আহত করেছে। এসময় তারা নগদ টাকা ও মালামাল লুটে নিয়ে যায় বলেও বলেন তিনি। আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) এমারত হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এঘটনায় অভিযোগ দায়েরের প্রক্রিয়া চলছে।

Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357

News & Commercial Office :
Phone: 096 9612 7234 & 096 1175 5298
e-mail: financialpostbd@gmail.com
HAC & Marketing (Advertisement)
Call: 01616 521 297
e-mail: tdfpad@gmail.com