পার্বতীপুর ও সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী’র মুখ্য সচিব
মামুনুর রশিদ, পার্বতীপুর (দিনাজপুর) ||
২০২৪-০৫-০৪ ১০:৩৯:৪৭
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো: তোফাজ্জল হোসেন মিঞা আজ শনিবার বেলা ১২ টায় পার্বতীপুরে অবস্থিত কেন্দ্রেীয় লোকোমোটিভ কারখানা (কোলোকা) পরিদর্শন করেছেন। আগামী রোববার বিভাগীয় সার্বজনীন পেনশন মেলা উদ্ভোধন উপলক্ষ্যে রংপুরে অবস্থানকালীন সময়ে তিনি রেলের পশ্চিমাঞ্চলীয় বৃহত্তম এই কারখানাটি পরিদর্শনে আসেন। এছাড়াও পার্বতীপুরের পাশর্^বর্তী নীলফামারী জেলার সৈয়দপুর রেলওয়ে কারখাটিও তিনি পরিদর্শন করেন।
তিনি পার্বতীপুর কেলোকা রেষ্ট হাউজে কিছু সময় অবস্থান করেন ও কারখানার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন । এসময় তার সাথে রেলের অতিরিক্ত মহা পরিচালক পার্থ সরকার, রেলের পশ্চিম জোনের জিএম অসীম কুমার তালুকদার, বিভাগীয় ভূ- সম্পত্তি কর্মকর্তা নুরুজ্জামান সরকার, দিনাজপুরের জেলা প্রশাসক শাকিল আহমেদ, পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা খাতুন, পৌর মেয়র আমজাদ হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন। তিনি রেলের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।
পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা খাতুন মুখ্য সচিবের আগমনের বিষয়টি নিশ্চিত করে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী’র মুখ্য সচিব আগামীকাল রোববার রংপুরে সার্বজনীন বিভাগীয় পেনশন মেলার উদ্ভোধন করবেন।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357