সোনারগাঁও জাদুঘরের বৈশাখীমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সমাপ্তি

নিজস্ব প্রতিবেদক: || ২০২৪-০৪-২৮ ১২:১৬:৫৬

image
বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের সুযোগ্য পরিচালকের প্রাণান্তকর প্রচেষ্টায় প্রথমবারের মতো ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে পালিত হলো পক্ষকালব্যাপী ঐতিহ্যবাহী বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানমালা। আজ সমাপনী সাংস্কৃতিক অনুষ্ঠানে লোকসঙ্গীত পরিবেশন করেন বাউল শিল্পী কাজল দেওয়ান, আক্কাস দেওয়ান, উজ্জ্বল দেওয়ান, স্মৃতি দেওয়ান প্রমুখ। এদিন স্বনামধন্য কবি, ফোকলোরবিদ, প্রাবন্ধিক, লেখক, গবেষক, বাংলা একাডেমির সাহিত্য পুরস্কারপ্রাপ্ত সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক ড. আমিনুর রহমান সুলতানের সভাপতিত্বে বিকালে “বাংলাদেশের আঞ্চলিক গানের বৈচিত্র্য’’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন কবি শাহেদ কায়েস। সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের উপপরিচালক একেএম আজাদ সরকার। আমন্ত্রিত অতিথি হিসেবে আলোচনা করেন বাংলা একাডেমির জনসংযোগ কর্মকর্তা পিয়াস মজিদ। মেলার বিশেষ আকর্ষণ ফাউন্ডেশনের কারুশিল্পগ্রামে ‘লোক ও কারুশিল্প চর্চা চত্বর উদ্বোধন। এবার মেলায় গ্রাম-বাংলার কারুশিল্পী প্রদর্শনীতে অংশগ্রহণ করেন রাজশাহীর শখের হাঁড়িশিল্পী সুশান্ত পাল, রিকশা ও রিকশাচিত্রশিল্পী এস.এ মালেক, জামদানি শিল্পী ইব্রাহিম, দারুশিল্পী আব্দুল আওয়াল মোল্লা, বীরেন্দ্র সূত্রধর; শোলাশিল্পী শ্রী নিখিল মালাকার, নকশিকাঁথা শিল্পী পারভীন আক্তার, হোসনে আ রা বেগম, ঝিনুকশিল্পী মো. নূরুল ইসলাম, বাঁশ-বেত কারুশিল্পী পরেশ চন্দ্র দাস, হাতপাখা কারুশিল্পী বাসন্তী সূত্রধর, শতরঞ্জি শিল্পী আনোয়ার হোসেন এবং উদ্যোক্তাসহ ৩২টি স্টলে ৬৪জন প্রথিতযশা কারুশিল্পী।

Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357

News & Commercial Office :
Phone: 096 9612 7234 & 096 1175 5298
e-mail: financialpostbd@gmail.com
HAC & Marketing (Advertisement)
Call: 01616 521 297
e-mail: tdfpad@gmail.com