নরসিংদীতে হিট স্ট্রোকে প্রাণ গেল বীর মুক্তিযোদ্ধার
হাজী জাহিদ, নরসিংদী ||
২০২৪-০৪-২৮ ১১:১৯:০০
নরসিংদীর আদালত প্রাঙ্গনে সুলতান উদ্দিন মিয়া (৭২) নামে বীর মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে।
রোববার ২৮ এপ্রিল দুপুর ৩টার দিকে তার মুত্যু হয়। তিনি নরসিংদী কোর্টে আইনজীবির সহকারী ( মুহুরি) হিসেবে কর্মরত ছিলেন।
স্বজনরা জানায়, বীর মুক্তিযোদ্ধা সুলতান উদ্দিন মিয়া আজ সকালে প্রতিদিনের মতো বাসা থেকে বের হয়ে নরসিংদী কোর্টে যান। কোর্টে কাজ করার সময় দুপুরে তার বুকে ব্যাথা অনুভব হয়। পরে তিনি আদালতের মসজিদের সামনে এসে পড়ে যায়। পরে লোকজন তাকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নরসিংদী জেলা হাসপাতালো তত্বাবধায়ক এম এন মিজানুর রহমান বলেন, রোগীকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। তাই ময়না তদন্ত ছাড়া মৃত্যুর সঠিক কারন বলা মুসকিল। তবে রোগীর স্বজনরা জানিয়েছে তার বুকে ব্যাথা ছিল। তার উপর প্রচন্ড গরমের মধ্যে কাজকর্ম করছিল।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357