নীলফামারীতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
নীলফামারী প্রতিনিধি ||
২০২৪-০৪-২৮ ১১:০৯:৫৫
‘স্মার্ট লিগ্যাল এইড, স্মার্ট দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ শ্লোগানে নীলফামারীতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে।
জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে এ উপলক্ষে রবিবার সকালে র্যালি, আলোচনা সভা, মেলার আয়োজন করা হয়।
র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আদালত প্রাঙ্গণে ফিরে আলোচনা সভায় মিলিত হয়।
জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে সকালে বেলুন ও কবুতর উড়িয়ে দিবসের উদ্বোধন করেন সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ মাহমুদুল কবির।
আলোচনা সভায় জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ, পুলিশ সুপার গোলাম সবুর, জেলা আওয়ামীলীগের সভাপতি ও নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, সিভিল সার্জন ডা. হাসিবুর রহমান, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট অক্ষ্ময় কুমার রায় বক্তব্য দেন বিশেষ অতিথি থেকে।
সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সহদেব চন্দ্র রায়ের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন জেলা লিগ্যাল এইড কর্মকর্তা উৎপল ঘোষ।
সভায় আইনজীবী আনোয়ার হোসেন ও রোখসানা আঞ্জুম লিজাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357