দিনাজপুরে শিশু মিরাজ কাজী হত্যা মামলায় দাদা মমতাজকে যাবজ্জীবন কারাদন্ড
শাহ্ আলম শাহী, দিনাজপুর ||
২০২৪-০৪-২৩ ১০:৫৯:৪৭
দিনাজপুরের ফুলবাড়ীতে পাঁচ বছরের শিশু মিরাজ কাজী হত্যা মামলায় বৈমাত্র দাদা মমতাজ উদ্দিনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত।একই সঙ্গে ২৫ হাজার টাকা জমিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। এই মামলার অন্যান্য ৩ জন আসামীকে খালাস প্রদান করা হয়েছে।
আজ মঙ্গলবার(২৩ এপ্রিল) দুপুরে দিনাজপুরের অতিরিক্ত দায়রা জজ ২য় আদালতের বিচারক শ্যাম সুন্দর রায় এই রায় প্রদান করেন।
মামলার সংক্ষিপ্ত বিররণে জানা গেছে, হত্যাকান্ডের শিকার শিশু মিরাজ কাজী দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার পশ্চিম খাজাপুর গ্রামের মাহাবুর কাজী ও উম্মে কুলছুম দম্পতির ছেলে। অপরদিকে মাহাবুর কাজীর মা মোছাঃ মর্জিনা বেগম পশ্চিম খাজাপুর গ্রামের মমতাজ উদ্দিনকে দ্বিতীয় বিয়ে করেন। সেই সুবাদে গত ২০১৮ সালের ৮ জুলাই শিশু মিরাজ কাজীকে তার দাদী তাদের বেড়াতে নিয়ে যায়। পরি পরিকল্পিত ভাবে শ্বাসরোধ করে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। লাশ গুম করে বিকেল ৪ টার সময় প্রচার চালায় শিশু মিরাজ কাজীকে খুজে পাওয়া যাচ্ছেনা। রাত ২ টার সময় মমতাজ উদ্দিন জানায় বাড়ীর পাশে ডোবায় শিশু মিরাজের লাশ পাওয়া যেতে পারে। পরের দিন সকালে উক্ত ডোবা শেকে শিশু মিরাক কাজীর রাশ খুজে পাওয়া যায়।
এই ঘটনায় মিরাজ শিশু কাজীর বাবা মাহাবুর কাজী বাদী হয়ে ৯ জুলাই ফুলবাড়ী থানায় ৪ জনকে আসামী করে এমটি হত্যা মামলা দায়ের করেন। মামালা তদন্ত শেষে পুলিশ ৪জনের নামে চার্জশীট প্রদান করেন। অপরদিকে প্রধান আসামী মমতাজ উদ্দিন (৫২) আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করে।
স্বাক্ষ প্রমাণ শেষে মঙ্গলবার দুপুরে বিজ্ঞ বিচার আসামী মমতাজ উদ্দিনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাসের সশ্রম কারাদন্ড প্রদান করেন।
রায়ের ব্যাপরে জানতে চাইলে শিশু মিরাজ কাজী'র বাবা মাহাবুর কাজী ও মা উম্মে কুলছুম বলেন, এই রাতে তারা সন্তুষ্ট হতে পারেননি। তারা আসামীর ফাঁসি চান।
এ মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি শাহ মোস্তাফিজুর রহমান টুটুল ও আসামী পক্ষে আইনজীবী ছিলেন এ্যাডঃ ইউসিুফ আলী(০১)।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357