রাসিক জনসংযোগ কর্মকর্তার সাতকাহন
সানোয়ার আরিফ, রাজশাহী ||
২০২৪-০৪-১৭ ০৮:২৬:০৬
সঠিক সময়ে প্রেস লিজ পাঠাতে কালখেপন, গুটিকয়েক মূখচেনা সাংবাদিক ছাড়া সিংহভাগ সাংবাদিকদের অবমূল্যায়ন এবং অসৈজন্য মূলক ও বৈষম্য মূলক আচরনের সাতকাহন অভিযোগ রাজশাহী সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান মিশুর উপরে।আর এই অভিযোগ রাজশাহীতে কর্মরত ৮০% সাংবাদিকের।
এই কর্মকতার অসৌজন্য মূলক আচরনের শিকার সাংবাদিকদের অভিযোগ, সিটি কর্পোরেশনের উন্নয়ন মূলক কাজের তথ্যের জন্য মোবাইল করলে তিনি ধরেনা, এছাড়া সাক্ষাত করতে গেলে কাজের অজুহাতে সময় দেননা।সিটি কর্পোরেশনের গুরুত্বপূর্ণ পদটিতে আসিনি এই কর্মকর্তার এহেন আচরনে বিস্মিত সিংহভাগ সাংবাদিক।
অভিযোগ রয়েছে,তিনি তার চেয়ারটি ঠিক রাখতে হাতেগোনা গুটিকয়েক সাংবাদিককে সিটিকর্পোরেশনের সকল সুবিধা দিয়ে হাতে রেখেছেন।
যে কোন অনুষ্ঠানে মূখচিনে দাওয়াত দেয়া,মূখচেনে অনারিয়াম দেয়া,সম্মানিত সিটি মেয়রের দেয়া দুই ঈদে মূখ চেনে ঈদ উপহার দেয়ার অভিযোগও তার উপর।
সম্প্রতি অনুষ্ঠিত হওয়া ঈদুল ফেতরে এমনটাই করেছেন তিনি।হাতে গোনা কয়েক জনকে ৫০ হাজার,২০ হাজার,১০হাজার,কাউকে ৫ হাজার,কাউকে ২ হাজার,এক হাজার, আবার অনেককে শুন্য হাতে ফিরিয়ে দেয়ার অভিযোগ অনেক সাংবাদিকের।
সম্মান হানির জন্য, নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন সাংবাদিক আক্ষেপ করে বলেন,সম্মানিত মেয়র মহোদয় সাংবাদিক বান্ধব এটা আমরা জানি।তিনি সকল সাংবাদিককে সমান চোখে দেখেন।ঈদ উপহার গুলো সম বন্টনে দায়িত্বে দেয়া জনসংযোগ কর্মকর্তা এর অপব্যবহার করে।
যে সকল সাংবাদিক পর্যাপ্ত বেতন পায়,যাদের আয় আছে,যাদের পরিবারের কেনা কাটার সামর্থ আছে, তাদের ডেকে এমন কি বাসায় সর্বোচ্চ ৫০ থেকে ২০ হাজার টাকা ঈদ উপহার পৌঁছে দেন।
অন্যদিকে যে সবাই সাংবাদিকের নামকে ওয়াস্তা বেতন,কেউ কেউ বেতন পাননা,তারা পরিবারের জন্য কেনা কাটার জন্য মেয়রের ঈদ উপহাররের জন্য ধর্না দিলেও তাদের বঞ্ছিত করেন।
মাননীয় মেয়র মহোদয়ের সাংবাদিকদের ঈদ পরবি নিয়েও বৈষম্য! জনসংযোগ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান মিশুর সাথে কথা বললে তিনি বলেন মেয়র মহোদয় যেভাবে বলে আমি সেই ভাবে কাজ করি।
বিষয়টির দিকে নজর দেয়ার জন্য মেয়র মহাদয়ের দৃস্টি দেয়া দরকার বলে মনে করেন সাংবাদিকেরা।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357