নীলফামারীতে জানো প্রকল্পের জেলা পর্যায়ের সমাপনী সভা অনুষ্ঠিত
নীলফামারী প্রতিনিধি: ||
২০২৪-০৪-০২ ১২:০৮:৩৬
জয়েন্ট এ্যাকশন ফর নিউট্রিশন আউটকাম (জানো) প্রকল্পের আয়োজনে এবং জেলা পুষ্টি সমন্বয় কমিটির সহযোগিতায় মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ে জানো প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন পঙ্কজ ঘোষ, জেলা প্রশাসক পঙ্কজ ঘোষের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. এবিএম আবু হানিফ।
বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদের মহাপরিচালক ডাঃ মোহাম্মদ মাহবুবুর রহমান।
জানো প্রকল্প, ইএসডিও’র সহকারী প্রকল্প ব্যবস্থাপক পোরসিয়া রহমানের সঞ্চালনায় সিভিল সার্জন ডা. হাসিবুর রহমান বক্তব্য দেন। এতে জানো প্রকল্পের পুষ্টি সংক্রান্ত উল্লেখযোগ্য কার্যক্রম এবং এই কার্যক্রমের প্রভাব সমূহ সম্পর্কে উপস্থাপন করেন জানো প্রকল্প কেয়ার বাংলাদেশের মাল্টি সেক্টরাল গর্ভন্যান্সের ম্যানেজার গোলাম রাব্বানী।
অনুষ্ঠানে কিশোরী, সিএসজি সদস্য, নারী উদ্যোক্তা, শিক্ষক, চেয়ারম্যান, শিক্ষার্থী, উপজেলা পুষ্টি কমিটির সদস্যগণ মাঠ পর্যায়ের অভিজ্ঞতা তুলে ধরেন ও প্রকল্প শেষে করনীয় দিকগুলো নিয়ে আলোচনা করেন।
জানো প্রকল্পটি কেয়ার বাংলাদেশ, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর একটি কনসর্টিয়াম প্রকল্প। এ প্রকল্পে অর্থায়ন করছে ইউরোপিয়ান ইউনিয়ন ও সহ-অর্থায়নে রয়েছে অস্ট্রিয়ান ডেভলপমেন্ট কোঅপারেশন। প্রকল্পটি রংপুর ও নীলফামারী জেলার গর্ভবতী ও দুগ্ধদানকারী মা, পাঁচ বছরের কম বয়সী শিশু এবং কিশোর-কিশোরীদের অপুষ্টি দূরীকরণের লক্ষে কাজ করেছে যা সরকারের দ্বিতীয় জাতীয় পুষ্টি কর্ম-পরিকল্পনা-২০১৬-২৫ অর্জনেও সহায়ক ভূমিকা পালন করেছে।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357