সিরাজগঞ্জে ঈদ উপলক্ষ্যে ভিজিএফ পাবে ২ লাখ ৪০ হাজার ৪৭৯ পরিবার

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ || ২০২৪-০৩-২৯ ০৪:৪৯:২৫

image
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সিরাজগঞ্জ জেলার ৯ টি উপজেলা ও ৭ টি পৌরসভায় ভিজিএফ কর্মসূচির আওতায় চাল পাচ্ছে ২ লাখ ৪০ হাজার ৪৭৯ পরিবার। বৃহস্পতিবার (২৭ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ আকতারুজ্জামান। সিরাজগঞ্জ জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিস সুত্রে জানা গেছে, জেলার ৯ টি উপজেলায় ৮৩ টি ইউনিয়নে বিতরণের জন্য ২ লাখ ১৪ হাজার ২৯৩ টি কার্ড এবং ৭ টি পৌরসভায় ২৬ হাজার ১৮৬ টি কার্ড বরাদ্দ পাওয়া গেছে। এই কার্ডের বিপরীতে অসহায় ও দুস্থদের জনপ্রতি ১০ কেজি করে সর্বমোট ২৪০৪.৭৯০ মেট্রিক টন চাল বিতরণ করা হবে। এর মধ্যে সিরাজগঞ্জ সদর উপজেলায় ৩০ হাজার ৯৮২ জন, শাহজাদপুর উপজেলায় ৪৪ হাজার ৮৬ জন,উল্লাপাড়া উপজেলায় ৩৩ হাজার ৮৫৫ জন,বেলকুচি উপজেলায় ২৫ হাজার ৪০৪ জন, কাজিপুর উপজেলায় ১৫ হাজার ৭৪৭ জন,রায়গঞ্জ উপজেলায় ২৫ হাজার ৩০২ জন,তাড়াশ উপজেলায় ১৪ হাজার ৮২৩ জন,কামারখন্দ উপজেলায় ১০ হাজার ২৪৬ জন,চৌহালী উপজেলায় ১৩ হাজার ৮৪৮ জন কার্ডধারী ইউনিয়ন পর্যায়ে চাল দেয়া হবে। এছাড়া সিরাজগঞ্জ সদর পৌরসভায় ৪ হাজার ৬২১জন, শাহজাদপুর পৌরসভায় ৪ হাজার ৬২১ জন, উল্লাপাড়া পৌরসভায় ৪ হাজার ৬২১ জন, বেলকুচি পৌরসভায় ৪ হাজার ৬২১জন,কাজিপুর ৩ হাজার ৮১জন, রায়গঞ্জ পৌরসভায় ৩ হাজার ৮১ জন,তাড়াশ পৌরসভায় ১ হাজার ৫৪০ জন কার্ডধারীকে এই চাল দেয়া হবে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ আকতারুজ্জামান জানান, মাননীয় প্রধানমন্ত্রী ঈদ উপহার। ইতোমধ্যে জেলার প্রতিটি উপজেলায় ইউনিয়ন ও পৌরসভায় ঈদুল ফিতর উপলক্ষ্যে এই চাল বিতরণের জন্য চিঠি দেয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী বরাদ্দকৃত দেওয়া ভিজিএফের চাল আগামী ৩ এপ্রিলের মধ্যে উত্তোলন সহ বিতরণ করা হবে বলে জানিয়েছে এই কর্মকর্তা।

Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357

News & Commercial Office :
Phone: 096 9612 7234 & 096 1175 5298
e-mail: financialpostbd@gmail.com
HAC & Marketing (Advertisement)
Call: 01616 521 297
e-mail: tdfpad@gmail.com