দিনাজপুরে নানা কর্মসূচির মধ্যদিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন
শাহ্ আলম শাহী, দিনাজপুর ||
২০২৪-০৩-২৬ ০৯:০৩:১৭
নানা কর্মসূচির মধ্যদিয়ে দিনাজপুরে পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।
দিনাজপুর জেলা প্রশাসক চত্বর মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এবং চেহেলগাজীতে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে পৃথকভাবে এই পুস্পস্তবক অর্পণ করা হয়। সূর্যদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা হয়।
জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি প্রথমে জেলা প্রশাসক চত্বরে এবং পরে চেহেলগাজী মাজার চত্বরে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে এবং পর্বতীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় দিনাজপুর জেলা প্রশাসক শাকিল আহমেদ, পুলিশ সুপার শাহ্ ইফতেখার আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) দেবাশীষ চৌধুরী, রাজনৈতিক নেতৃবৃন্দসহ প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, হাজী দানেশ বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, সরকারি কলেজ, দিনাজপুর প্রেসক্লাব, দিনাজপুর বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, দিগন্ত শিল্পী গোষ্ঠীসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান,সাহিত্য-সাংস্কৃতিক সংগঠন সহ সর্বস্তরের মানুষ পুষ্পস্তবক অর্পণ করেন।
জেলা পরিষদের বন্ধন কমিউনিটি সেন্টারে মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা,হাসপাতাল এবং জেলা কারাগারে উন্নয়ন মানের খাবার বিতরণ, মুক্তিযুদ্ধের আলোকিত প্রদর্শন সহ নানা কর্মসূচির মধ্যদিয়ে দিনাজপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357