মহাসড়কে পরিবহন সেক্টরে চাঁদাবাজ চক্রের মূল হোতাসহ গ্রেফতার ০৩
এ,কে,এম আসাদুজ্জামান পাইলট, ময়মনসিংহ ||
২০২৪-০৩-২৬ ০৮:৫৯:৫৭
এসআই(নিঃ) শেখ গোলাম মোস্তফা রুবেল, এসআই (নিঃ) শাহ মিনহাজ উদ্দিন, এসআই (নিঃ) রেজাউল আমীন বর্ষন, সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন পাটগুদাম ট্রাফিক মোড়ের গোল চত্বরস্থ সরকারী পাঁকা রাস্তার উপর হইতে ২৪ মার্চ ২০২৪ খ্রিঃ তারিখ ২৩.৫০ ঘটিকায় মাসিক চাঁদা আদায়ের বিভিন্ন ট্রান্সপোর্ট লেখা সম্বলিত কার্ডসহ চাঁদাবাজ ১। সুদীপ পাল (৪০), পিতা-সুশীল চন্দ্র পাল, মাতা-উজ্জলা রাণী, সাং-সি কে ঘোষ রোড, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে এবং ইং ২৫/০৩/২০২৪ তারিখ অভিযান পরিচালনা করে কোতোয়ালী থানাধীন চুরখাই পাঁচ রাস্তা রোড়রস্থ খলিল মুন্সীর মুদির দোকানের সামনেহইতে ইং ২৫/০৩/২০২৪ তারিখ ০০.১৫ ঘটিকার সময় আসামী ২। মোঃ মানিক মিয়া (৩৮) এবং অভিযান পরিচালনা করে ইং ২৫/০৩/২০২৪ তারিখ ০৩.৫০ ঘটিকার সময় ত্রিশাল থানাধীন বালিপাড়া মোড়রস্থ সালমান হোটেলের সামনে পাঁকা রাস্তার উপর হইতে আসামী ৩। মোঃ উজ্জল মিয়া (৩৫), পিতা-মৃতঃ আক্কাছ আলী সওদাগর, মাতা-পারভীন, সাং-বালিপাড়া, থানা-ত্রিশাল গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীরা পলাতক আসামীদের সহযোগীতায় ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন পাটগুদাম ট্রাফিক মোড়ের সামনে দীর্ঘদিন যাবৎ পরিবহন সেক্টরের বিভিন্ন যানবাহনে সুবিধা দেওয়ার জন্য চাঁদা উত্তোলনের কাজে নিয়োজিত থেকে দীর্ঘদিন যাবৎ সুচনা ট্রান্সপোর্ট এর ব্যানারে প্রতিটি গাড়ীর মালিকদের নিকট থেকে দাবীকৃত মাসিক ১,৫০০/-( এক হাজার পাঁচ শত) টাকা চুক্তিতে সর্বমোট ১১৬ টি বিভিন্ন পিক-আপ, ট্রাক গাড়ী থেকে চাঁদা উত্তোলন করিয়া আসিতেছে। উক্ত ঘটনার সাথে জড়িত পলাতক আসামীদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত।
উক্ত ঘটনার বিষয়ে গ্রেফতারকৃত আসামী ও পলাতক আসামীদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানার মামলা নং-৫৭, তারিখ-২৫/৩/২০২৪ খ্রিঃ, ২০১৮ সনের সড়ক পরিবহন আইনের ৮৩/৯৯ তৎসহ পেনাল কোড ৩৮৫ ধারায় মামলা দায়ের করে আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357