ত্রিশালে ১৩ মামলার কুখ্যাত আসামী গ্রেফতার
এ,কে,এম আসাদুজ্জামান পাইলট, ময়মনসিংহ ||
২০২৪-০৩-২৬ ০৪:৫৩:৫৯
ময়মনসিংহের ত্রিশালে ১৩ মামলার আসামী কুখ্যাত মাদক ব্যবসায়ী আমির হামজা হীরাকে (২৬) ৩০ গ্রাম হেরোইনসহ ত্রিশাল থানা পুলিশ গ্রেফতার করেছে। সে উপজেলার রামপুর ইউনিয়নের কাকচর গ্রামের মৃত ইজ্জত আলীর ছেলে।
এ দিকে ১৫ গ্রাম হেরোইনসহ পৌরসভার ৭ নং ওয়ার্ডের আজাহার মিয়ার ছেলে রাজিব(৩০) এবং ইব্রাহিমের ছেলে রিফাত (২৭) কে ৭নং ওয়ার্ডের বিসমিল্লাহ মিষ্টি মুখের সামনে হতে গ্রেফতার করে ত্রিশাল থানা পুলিশ।
অপর দিকে অটো ইজি বাইক চোরচক্রের কুখ্যাত অটো চোর উপজেলার বাগান ভেঙ্গুলাপাড়া গ্রামের আব্দুল হকের ছেলে রুবেল (৩০), রায়মনি গ্রামের আলম মিয়ার ছেলে তারেক (১৯) একই এলাকার মিজানুর রহমানের ছেলে হামিদুল (১৯), আরফান ফকিরের ছেলে আশরাফুল (২৫) কে গ্রেফতার করে ত্রিশাল থানা পুলিশ।
ত্রিশাল থানার ওসি (তদন্ত) চাঁদ মিয়া সোমবার দুপুরে স্থানীয় সংবাদকর্মীদের জানান, রবিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
ত্রিশাল থানার ওসি কামাল হোসেন জানান, সোমবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357