দিনাজপুরে ছিনতাই কারী গ্রেফতার
সুলতান মাহমুদ, দিনাজপুর ||
২০২৪-০৩-২৪ ১২:৫৮:৫৪
দিনাজপুরে স্মার্টফোন ও কয়েক ভরি স্বর্ণ গহনা ছিনতাই এর ঘটনায় ৪ জন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে কোতয়ালী থানার পুলিশ।
আজ রবিবার (২৪ মার্চ ) বিকাল ৩ টার দিকে দিনাজপুর পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ ছিনতাইকারীকে গ্রেফতারের সংবাদ নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত ছিনতাইকারীরা হলো রিজভী আলম রাজ( ২৩)। সে দিনাজপুর পৌর এলাকার রামনগর ইন্দিরার মোড় এলাকার মিজানুর রহমানের ছেলে।
সাঈদ ইসলাম বাবু (৩১) সে একই এলাকার উত্তর রামনগর মদিনা মসজিদ সংলগ্ন এলাকার মকবুল হোসেনের ছেলে।
রায়হান আলী প্রান্ত (১৯)। সে একই এলাকার রামনগর মামুনের মোর এলাকার রফিকুল ইসলামের ছেলে।
ছিনতাইকৃত মালামাল বিক্রির কাজে সহযোগী ফেন্সিয়ারা বেগম (২৩)। সে একই এলাকার রামনগর হিরাহার এলাকার আলা আমিনের স্ত্রী।
পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ বলেন, এই সঙ্ঘবদ্ধ ছিনতাইকারী দলটি দিনাজপুর শহরের বিভিন্ন এলাকা থেকে অটো বাইক যাত্রীদের কে টার্গেট করে। মোটরসাইকেল দিয়ে অটো রিকশায় থামিয়ে অটো রিক্সা যাত্রীদের নিকটে থাকা মোবাইল ফোন ও ভ্যানিটি ব্যাগ সহ নগদ অর্থ ছিনতাই করে আসছে।
গোপন সংবাদের ভিত্তিতে উক্ত ছিনতাইকারীদের নিকট থেকে একটি ভ্যানিটি ব্যাগ, একটি স্বর্ণের হার, এক জোড়া স্বর্ণের হাতের রুলি, একটি স্বর্ণের চেইন, একজোড়া স্বর্ণের কানের দুল, পাঁচটি স্বর্ণের আংটি , নগদ ৫৫০০ টাক ও তিনটি স্মার্ট ফোন জব্দ করা হয়। উদ্ধারকিত স্বর্ণের পরিমাণ পাঁচ ভরি।
পুলিশ সুপার আরো বলেন, দিনাজপুরের বিভিন্ন এলাকা থেকে অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের মূল হোতাদেরকে গ্রেফতার করা হয়। এই ছিনতাইকারী চক্রটি শহরের বিভিন্ন এলাকাসহ দিনাজপুর কলেজ মোড় এলাকায় হতে সম্প্রতি সময়ে বেশ কয়েকটি ছিনতাইয়ের ঘটনায় ঘটিয়েছে। ছিনতাই এর সাথে আরো কয়েকজন ছিনতাই কারী রয়েছে। তাদের কেউও পুলিশ গ্রেফতারের অভিযান পরিচালনা করছে। এই ছিনতাইকারীরা দিনাজপুর সরকারি কলেজ মোড় হতে ১০ মাইল সড়কের বিভিন্ন স্থানে মোটরসাইকেলও ছিনতাই করেছে। তাদের কেউ ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অ্যাপস আব্দুল্লাহ আল মাসুম, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শেখ জিন্নাহ আল মামুন, কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ ফরিদ হোসেন, কোতোয়ালী থানা ইন্সপেক্টর তদন্ত মনিরুজ্জামান, এস আই শামীম, এস আই ইন্দ্রমোহন রায়, এস আই নুর আলম এএসআই শাহ আলম প্রমুখ।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357