পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের পোষাক পরিহিত ছবি ব্যবহার করে ফেসবুক, হোয়াটসঅ্যাপ খুলে প্রতারণা

এ,কে,এম আসাদুজ্জামান পাইলট, ময়মনসিংহ || ২০২৪-০৩-২৪ ০৯:১৫:১৩

image
গত ২২/০৩/২০২৪ তারিখ সকাল ০৭.৩০ ঘটিকার সময় জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহ এর অফিসে এলআইসি কক্ষে অবস্থানকালে সাইবার মনিটরিং সেলের দৈনন্দিন কার্যাবলী সম্পাদনের সময় দেখতে পান যে, জনাব মীর রেজাউল আলম, অতিরিক্ত আইজিপি, প্রিন্সিপাল, পুলিশ একাডেমি সারদা, রাজশাহী এবং জনাব মোঃ হাবিবুর রহমান, পুলিশ কমিশনার, ঢাকা মহানগর পুলিশ, ঢাকা মহোদ্বয়ের পুলিশ ইউনিফরম পরিহিত ছবি ব্যবহার করে ফেইসবুক আইডি ক্রিয়েট করে তাদের পরিচয় দিয়ে ফেইসবুক ম্যাসেঞ্জারে মানুষের সাথে চেটিং করে চাকুরী দেওয়ার নামে প্রতারণা করে টাকা আত্মসাৎ করে আসছে। বিষয়টি পুলিশ সুপার, ময়মনসিংহ ও অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহকে অবহিত করলে, পুলিশ সুপার,ময়মনসিংহ মহোদয় তাৎক্ষনিকভাবে গুরত্ব সহকারে আইডিগুলো পর্যালোচনা করে উক্ত চক্রের সদস্যকে গ্রেফতারের নির্দেশ প্রদান করেন। পুলিশ সুপার, ময়মনসিংহ মহোদয়ের নির্দেশ এসআই(নিঃ) পরিমল চন্দ্র সরকার, পিপিএম তথ্য প্রযুক্তির সহায়তায় উক্ত ব্যক্তিকে সনাক্ত করে অভিযান পরিচালনা করে ইং ২৩/০৩/২০২৪ তারিখ ১৬.৩০ ঘটিকার সময় ময়মনসিংহ জেলার ত্রিশাল থানাধীন মধ্যপাড়া এলাকা হতে আসামী ১। মোঃ আঃ ছামাদ (২০), পিতা-মোঃ সাইদুল ইসলাম, মাতা-মোছাঃ রাবিয়া খাতুন, সাং-মধ্য বালিপাড়া, থানা-ত্রিশাল, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামী মোঃ আঃ ছামাদ (২০) এর ব্যবহৃত মোবাইল ফোন পরীক্ষা নিরীক্ষাকালে এনড্রয়েড মোবাইল ফোনে MD Rezaul Alom (রেজাউল করিম) ও মোঃ বাতেন শেখ (মামুন) নামের ০২(দুই) টি ফেইসবুক আইডিসহ আরো ৪৫(পয়তাল্লিশ) টি বিভিন্ন নামের ফেইসবুক আইডি পাওয়া যায়।উক্ত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। উক্ত আসামী উল্লেখিত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নামে ফেইসবুক আইডি খুলে সাধারণ মানুষের নিকট থেকে চাকুরী দেওয়া প্রলোভনসহ অন্যান্য প্রতারণামূলক কর্মকান্ডের মাধ্যমে অর্থ আত্মসাত করাই তার উদ্দেশ্যে বলে জিজ্ঞাসাবাদে জানা যায়।

Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357

News & Commercial Office :
Phone: 096 9612 7234 & 096 1175 5298
e-mail: financialpostbd@gmail.com
HAC & Marketing (Advertisement)
Call: 01616 521 297
e-mail: tdfpad@gmail.com