সাভারে নির্মাণাধীন ডুপ্লেক্স বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি
সাভার (ঢাকা) প্রতিনিধিঃ ||
২০২৪-০৩-২২ ০৭:২০:০৩
সাভারের নির্মাণাধীন ডুপ্লেক্স বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২১ মার্চ) ভোর রাতে ঢাকার সাভারের রাজাশন এলাকায় নূরুল ইসলামের মালিকানাধীন বাড়িতে এ ডাকাতি হয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে আইন শৃংখলা বাহিনী।
ভুক্তভোগী পরিবার জানায়, নির্মাণাধীন ডুপ্লেক্স বাড়ির নিচতলার কাজ শেষ হলেও ২য় তলা ও সিঁড়ির নির্মাণ কাজ চলছিল। ২য় তলায় সিঁড়ির মুখে টিন দিয়ে ঢেকে রাখা ছিল। এ সুযোগেই বাড়ির পাশের গাছ বেয়ে ছাদে উঠে সেই সিড়ি দিয়ে বাড়ির ভেতরে ঢুকে পড়ে ডাকাত দল। ডাকাতদের এই দলে ছিলেন বোরকা পরিহিত এক নারীও। অস্ত্রের মুখে পরিবারের সবাইকে বেঁধে রেখে তারা লুট করে নেয় প্রায় ৮ ভরি স্বর্ণালংকার, নগদ ২০ হাজার টাকা, মোবাইল ফোন সহ মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায় ডাকাত দল। এ ঘটনায় আনুমানিক প্রায় ১১ লাখ টাকার ক্ষতি হয়েছে।
বাড়ির মালিকের ছেলে রাব্বী বলেন, আমি আমার রুমের দরজা খোলা রেখে ঘুমিয়ে ছিলাম। তারা উপরের সিঁড়ি দিয়ে নিচে নেমে প্রথমে আমার রুমে ঢুকে। আমার মাথায় পিস্তল ধরলে আমি আর নড়াচড়া করিনি। পরে আমি আমার বাবাকে ডাকলে আমাদের দুইজনকেই বেঁধে ফেলে। পরে আমার ছোট বোন ও মাকে বেঁধে ফেলে মালামাল লুট করে নিয়ে পালায় তারা।
ভুক্তভোগী নূরুল ইসলাম বলেন, ডুপ্লেক্স বাড়ির নিচ তলায় আমরা থাকি। উপরে নির্মাণ কাজ চলছে। সিড়ির কাছে টিন দিয়ে ঢেকে রাখা ছিল। ডাকাতরা বাড়ির পাশের গাছ বেয়ে ছাদে উঠে সেই সিড়ি দিয়েই বাড়ির ভেতরে এসেছে। তারা মোট ৭ জন ছিল, তাদের সঙ্গে বোরকা পরা একজন মহিলাও ছিল।
এ বিষয়ে সাভার মডেল থানার ওসি আকবর আলী খান বলেন, আমরা আশেপাশের সিসি ফুটেজ সংগ্রহ করার চেষ্টা করছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। অপরাধীদের দ্রুত সনাক্ত করার কাজ চলছে।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357