চাঁদপুরে স্কুল ব্যাগ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার, মাদক ব্যবসায়ী গ্রেফতার
শাহাদাত হোসেন শান্ত, চাঁদপুর ||
২০২৪-০৩-২২ ০৭:১৩:৩৪
চাঁদপুরে রেজাউল শেখ (৩৭) নামের মাদক ব্যবসায়ীর কাঁধে থাকা স্কুল ব্যাগ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ভোরে শহরের ওয়ারলেছ মোড়ের পুলিশ বক্সের সামনের পাকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়।
দুপুরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর রেজাউল শেখ কে জেল হাজতে প্রেরণ করা হয়। মামলা নং-৮৪।
গ্রেফতারকৃত মোঃ রেজাউল শেখ গোপালগঞ্জ জেলার হরিদাসপুর গ্রামের মৃত গফ্ফার শেখের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘ দিন বিভিন্ন স্থান হইতে গাঁজা সংগ্রহ করে মাদক ব্যবসায়ী ও সেবন কারীদের নিকট অবৈধভাবে মাদকদ্রব্য ক্রয় বিক্রয় করতো বলে পুলিশকে জানায়।
পুলিশ জানায়, চাঁদপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলামের দিক নির্দেশনায় চাঁদপুর সদর মডেল থানার ওসি মোঃ শেখ মুহসীন আলমের তত্ত্বাবধানে এসআই মোঃ আবদুছ ছামাদ আজাদ, এএসআই নাজমুল হাসান ও রাজীব চন্দ্র দাসের নেতৃত্বে চাঁদপুর সদর মডেল থানার একটি চৌকস দল বৃহস্পতিবার ভোরে শহরের ওয়ারলেছ মোড়ের পুলিশ বক্সের সামনের পাকা রাস্তার উপর মাদক অভিযান পরিচালনা করেন। এসময় আসামী মোঃ রেজাউল শেখের বহনকৃত কাঁধ ব্যাগ থেকে সে নিজ হাতে ২টি বান্ডিল এর প্রতিটিতে ২ কেজি করে মোট ৪ কেজি গাঁজা বের করে দেয়। যার আনুমানিক মূল্য ৮০ হাজার টাকা। পরে তাকে গাঁজাসহ থানায় নিয়ে যায় পুলিশ।
চাঁদপুর সদর মডেল থানার ওসি মোঃ শেখ মুহসীন আলম জানান, মাদকের ভয়াল গ্রাস থেকে তরুণ প্রজন্ম ও যুব সমাজ কে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ চাঁদপুর সদর মডেল থানা। মাদকের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে। মামলা দায়েরের পর তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357