দেশের সব মসজিদের বৈদ্যুতিক সংযোগ পরীক্ষার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: || ২০২০-০৯-০৬ ০৮:২১:৪৯

image

দেশের সব মসজিদে বিশেষ করে যেসব মসজিদে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র আছে, সেসব মসজিদের বৈদ্যুতিক সংযোগ জরুরিভিত্তিকে পরীক্ষা ও মেরামতের নির্দেশ দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

আজ রোববার ধর্ম মন্ত্রণালয়ের এমন নির্দেশের পর ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে দেশের সব মসজিদের বৈদ্যুতিক সংযোগ জরুরিভিত্তিতে পরীক্ষা ও মেরামতের আহ্বান জানানো হয়েছে।

শর্টসার্কিটসহ অন্যান্য দুর্ঘটনা রোধে এই নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়। এজন্য ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়ের তত্ত্বাবধানে স্থানীয় প্রশাসনসহ গণপূর্ত অধিদপ্তর ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সহযোগিতায় মসজিদ কমিটির সক্রিয় অংশগ্রহণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।

উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর রাতে নারায়ণগঞ্জ শহরের পশ্চিম তল্লা এলাকার বায়তুল সালাত জামে মসজিদে ভয়াবহ বিস্ফোরণ হয়। এ ঘটনায় এখন পর্যন্ত মসজিদের ইমাম ও মুয়াজ্জিনসহ ২৪ জনের মুত্যু হয়েছে। দগ্ধ হয়েছেন আরও অনেকে।

 

Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357

News & Commercial Office :
Phone: 096 9612 7234 & 096 1175 5298
e-mail: [email protected]
HAC & Marketing (Advertisement)
Call: 01616 521 297
e-mail: [email protected]