মহান মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধ দিবস গাজীপুর পালিত
মাছুদ পারভেজ, গাজীপুর: ||
২০২৪-০৩-১৯ ১৩:৫৮:০০
গাজীপুরে মহান মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধ দিবস পালিত হয়েছে।দিবসটি পালন উপলক্ষে গাজীপুর জেলা প্রশাসন পুস্তস্তবক অর্পণ, বীর মুক্তিযোদ্ধা সমাবেশ, আলোচনা সভা, শহীদদের কবর জিয়ারত ও দোয়া মাহফিলের আয়োজন করে।
প্রথম সশস্ত্র প্রতিরোধ দিবস উপলক্ষে দিবসের শুরুতে সকালে গাজীপুর সার্কিট হাউস প্রাঙ্গণে ১৯ মার্চ শহীদদের স্মরণে নির্মিত অনুপ্রেরণা—১৯ ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম ,মুক্তিযোদ্ধা সংস, গাজীপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাচ্ছির বিন আলী,গাজীপুর টেলিভিশন সাংবাদিক ক্লাবের নেতৃবৃন্দ।
এছাড়া বিভিন্ন দপ্তর ও সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।পরে, জেলা প্রশাসকের কার্যালয়ের নাট মন্দিরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিদ্যালয়ের উপাচার্য মশিউর রহমান।
ওই আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম ।
এতে বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খান,বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ নয়ন, বীর মুক্তিযোদ্ধা হাতেম আলী প্রফেসর এম. এ বারী।
এ সময় বীর মুক্তিযোদ্ধারাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা—কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৭১ সালের ১৯ গাজীপুরে মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধের সূচনা হয়েছিল। ১৯৭১ সালের অগ্নিঝরা মার্চের এ দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সর্বপ্রথম সশস্ত্র প্রতিরোধ যুদ্ধ শুরু করেছিলেন জয়দেবপুর তথা গাজীপুরের বীর জনতা। তখন এ প্রতিরোধের সূত্র ধরে স্লোগান উঠেছিল ‘জয়দেবপুরের পথ ধরো বাংলাদেশ স্বাধীন কর’ স্লোগানের বিপ্লবী বার্তা ছড়িয়ে পরে পুরো দেশজুড়ে।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357