দিনাজপুর ফুলবাড়ীতে অভিযান চালিয়ে তিনটি অবৈধ ইট ভাটায় ৫ লক্ষ টাকা অর্থ জরিমানা আদায়
সুলতান মাহমুদ, দিনাজপুর ||
২০২৪-০৩-১৬ ১২:৩৩:৪৩
দিনাজপুরের ফুলবাড়ীতে তিনটি অবৈধ ইট ভাটায় অভিযান চালিয়ে ৫ লক্ষ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।
আজ শনিবার ১৬ মার্চ সকালে ১১টার দিকে দিনাজপুর ফুলবাড়ির সহকারি কমিশনার( ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবু জাফর আরিফ চৌধুরী ভ্রাম্যমান আদালত বসিয়ে পাঁচ লক্ষ টাকা অর্থ জরিমানা আদায় করেন।
দিনাজপুর পরিবেশ অধিদপ্তর রিসার্চ অফিসার রুনায়েত আমিন রেজা বলেন, ফুলবাড়ী উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও দিনাজপুর পরিবেশ অধিদপ্তর সংরক্ষণ কর্মকর্তাদের সমন্বয়ে বাংলাদেশ সরকারের নির্দেশনায় দিনাজপুর ফুলবাড়ি গড়পিংলাই জয়নগর এলাকার মেসার্স রহমান স্বত্বাধিকারী ফুলবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিলটন ইট ভাটায় প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ২ লক্ষ টাকা অর্থদণ্ড করা হয়। একই এলাকায় অবস্থিত মেসার্স একতা ব্রিকস স্বত্বাধিকারী রুহুল আমিন কে ১ লক্ষ টাকা এবং একই এলাকার মেসার্স এম ইসলাম ব্রিকস স্বত্বাধিকারী ওয়ারেছ জামান বকুলের ইট ভাটায় প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না তাকে ২ লক্ষ টাকা অর্থ জরিমান আদায় করা হয় এবং প্রত্যেককে সতর্কতামূলক নির্দেশ প্রদান করা হয়েছে।
তিনি আরো বলেন সরকারের নির্দেশনায় দিনাজপুর জেলায় ২৭৫ টি ইট ভাটার মধ্যে ২৪১ টি ইটভাটার বিভিন্ন ত্রুটি ও পরিবেশ বিভাগের ছাড়পত্র সহ অন্যান্য বৈধ কাগজপত্র নেই। তাই এই অবৈধ ইটভাটায় অভিযান অব্যাহত রয়েছে এই অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযানের পাশাপাশি অর্থ জরিমানা ও সতর্কতা মূলক নির্দেশ প্রদান করা হচ্ছে।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করার সময় এ সময় ফুলবাড়ী থানার পুলিশ, ফায়ার সার্ভিস কর্মীরা ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন ।
নিষিদ্ধ এলাকায় ইটভাটা পরিচালনা করা, অনুমোদন ব্যতীত মাটি সংগ্রহ করা সহ ঈদ প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ সংশোধন ২০১৯) এ ধারা লঙ্ঘন করার তিনটি ইটভাটাকে এই অর্থ আদায় করা হয়।
তিনি বলেন অবৈধ ঈদ ভাটার বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান নির্দেশ জারি থাকায় অভিযান অব্যাহত রাখা হবে। সতর্কতা নির্দেশ না মানা হলে পরবর্তী পর্যায়ে ইটভাটাকে গুঁড়িয়ে দেওয়া হবে।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357