নরসিংদীতে অভিযানের সময় র‍্যাব সদস্যকে কুপিয়ে আহত করে আসামী ছিনতাই

হাজী জাহিদ, নরসিংদী || ২০২৪-০২-১৪ ১২:০০:০১

image
নরসিংদীতে মাদকবিরোধী অভিযানের সময় ইমরান হোসেন (৩৫) নামের র‍্যাবের এক সদস্যকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা । এসময় ইউনুস আলী (৪০) নামের এক আসামী ছিনিয়ে নেয় তারা। আজ মঙ্গলবার রাত ৮টার দিকে রায়পুরা থানার নিলক্ষা ইউনিয়নের সোনাকান্দী এলাকায় এ ঘটনা ঘটে। নরসিংদীর সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) আফসান আল আলম এ তথ্য নিশ্চিত করেন। পুলিশের ভাষ্য, ঢাকার উত্তরাস্থ র‌্যাব-১ ও নরসিংদীর র‍্যাব-১১ এর একটি যৌথ দল মাদক বিরোধী অভিযানে নিলক্ষা ইউনিয়নের সোনাকান্দি এলাকায় যায়। অভিযানে স্থানীয় মাদক কারবারি ইউনুস আলীকে গ্রেপ্তার করা হয়। তাঁকে নিয়ে আসার সময় তাঁর আত্মীয়-স্বজনরা র‌্যাব সদস্যদের ওপর হামলা চালান। এক পর্যায়ে তাঁকে র‍্যাবের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়। এসময় র‌্যাব সদস্য কনস্টেবল ইমরান হোসেন হামলাকারীদের কোপে মাথায় ও হাতে আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর আহত হন। আহত কনস্টেবল ইমরান হোসেনকে নরসিংদী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় পাঠানো হয়েছে। এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলে র‍্যাবের পক্ষ হতে কোনো বক্তব্য পাওয়া যায়নি। নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সামসুল আরেফিন বলেন, ‘এ বিষয়ে এখনই বিস্তারিত বলা যাচ্ছে না। খবর পেয়ে পুলিশ ও র‍্যাব সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করছেন।

Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357

News & Commercial Office :
Phone: 096 9612 7234 & 096 1175 5298
e-mail: financialpostbd@gmail.com
HAC & Marketing (Advertisement)
Call: 01616 521 297
e-mail: tdfpad@gmail.com