সাতক্ষীরায় কৃষকের মুখে হাসি ফুটেছে সরিষার ফলনে

শাহেদ উল্লাহ শাহেদ, সাতক্ষীরাঃ || ২০২৪-০১-২৮ ২০:৫৪:০৯

image
নতুন বছরের শুরুতেই কনকনে হেমন্তর শীতে চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় সাতক্ষীরায় সরষের ভালো ফলন হয়েছে। দাম নিয়েও সন্তুষ্ট কৃষক। এছাড়া সরষে ক্ষেত থেকে ৯ সহস্রাধিক মণ মধু সংগৃহীত হয়েছে বলে দাবি করেছে কৃষি বিভাগ। যদিও এ বছর জেলায় সরষে চাষের লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। জানা যায়, চলতি মৌসুমে জেলায় সরিষা চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৯ হাজার ১৫০ হেক্টর জমি। চাষ হয়েছে আট হাজার ৪০৫ হেক্টর জমিতে। সদরে আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয় তিন হাজার ৪৬০ হেক্টর জমি, অর্জিত হয় দুই হাজার ৮২৫ হেক্টর জমি। কলারোয়ায় আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয় তিন হাজার ৪৭৫ হেক্টর জমি, চাষ হয় তিন হাজার ৩৭০ হেক্টর জমিতে। তালায় আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয় ৪১০ হেক্টর জমিতে, চাষ হয় ৫৬০ হেক্টর জমিতে। দেবহাটায় আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয় এক হাজার ১২৫ হেক্টর, চাষ হয় এক হাজার একশ হেক্টর জমিতে। কালীগঞ্জে আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয় ৪১০ হেক্টর জমি, অর্জিত হয় ৩১০ হেক্টর জমি। আশাশুনিতে আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয় ২২০ হেক্টর জমি, অর্জিত হয় ২১০ হেক্টর জমি। শ্যামনগরে আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয় ৫০ হেক্টর জমি, অর্জিত হয় ৪০ হেক্টর জমি। সদর উপজেলার সরষে চাষি আতাউর রহমান জানান, গত বছর তিনি তিন বিঘা জমিতে সরষে চাষ করেছিলেন। এবার তিনি পাঁচ বিঘা জমিতে আবাদ করেছেন। গত বছর আবাদ করে তার খরচ হয়েছিল সাড়ে চার হাজার টাকা। এবার সব খরচ বাদ দিয়ে তার ২৫ হাজার টাকা টিকবে বলে আশা করছেন। কলারোয়া উপজেলা কৃষি কর্মকর্তা মোহসিন আলী জানান, সরষে ক্ষেতের পাশে মৌ বাক্স স্থাপন করা হলে পরাগায়ণ হয় অনেক বেশি। এতে স্বাভাবিকের চেয়ে ২৫-৩০ শতাংশ উৎপাদন বাড়ার সম্ভাবনা থাকে। এবার এক হাজার ৩০০ হেক্টর সরষে জমি মৌ বাক্সের আওতায় আনা হয়েছে। এসব ক্ষেতের পাশে স্থাপন করা হয় দুই হাজার ৩৩০টি মৌ বাক্স। আর এ থেকে চলতি মওসুমে প্রায় ৯ হাজার ২০০ মণ মধু উৎপাদিত হয়েছে বলে তিনি আশা প্রকাশ করেন। উন্নতমানের বীজ ও প্রয়োজনীয় পরামর্শ সহয়তা দিতে পারলে সরষে চাষে কৃষক অনেক বেশি লাভবান হবেন। জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক আবদুল মান্নান জানান, আবহাওয়া অনুকূলে থাকায় সরষের ফলন ভালো হয়েছে। এতে চাষিরা লাভবান হবেন। কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়েছিল।

Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357

News & Commercial Office :
Phone: 096 9612 7234 & 096 1175 5298
e-mail: financialpostbd@gmail.com
HAC & Marketing (Advertisement)
Call: 01616 521 297
e-mail: tdfpad@gmail.com