সিরাজগঞ্জে ডা.জান্নাত আরা হেনরী এমপিকে গণ সংবর্ধনা

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ || ২০২৪-০১-২৮ ২০:৪৩:৫৫

image
সিরাজগঞ্জ-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ড. জান্নাত আরা তালুকদার হেনরীকে গণ সংবর্ধনা দিয়েছে ১০ নং সয়দাবাদ ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা। গতকাল শনিবার সন্ধ্যায় সদর উপজেলার মুলিবাড়ী ১নং চেকপোষ্টে এলাকায় আয়োজিত গণ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ -২ (সদর- কামারখন্দ) আসনের সংসদ সদস্য ডা.জান্নাত আরা তালুকদার হেনরী। প্রধান অতিথি অনুষ্ঠানস্থলে উপস্থিত হলে ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও জনসাধারণ মানুষ এমপিকে ফুল ছিটিয়ে বরণ করেন। পরে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুলের তোড়া ও ফুলের তৈরি নৌকা এবং সম্মাননা ক্রেষ্ট দিয়ে নবনির্বাচিত এমপিকে সংবর্ধনা প্রদান করতে দেখা যায়। প্রধান অতিথির বক্তব্যে ডা.জান্নাত আরা তালুকদার হেনরী বলেন, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিগত ৭ জানুয়ারির নির্বাচনে এ এলাকার জনসাধারণ আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করেছেন। বাঙালি জাতির হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার বিনির্মানে আরো অবকাঠামো খাতে উন্নয়নে চমক রাখবো ইনশাআল্লাহ। আর বেকারত্ব সমস্যা দূরকরতে সচেষ্ট থাকবো। স্মার্ট বাংলাদেশ গড়ার বিনির্মানে আগামী পাঁচ বছরে সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ উপজেলার প্রতিটি মহল্লা/ গ্রামের সকল ধরনের সুযোগ সুবিধা তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার কর্মসূচি বাস্তবায়নে আপনাদের সহযোগিতা কামনা করি। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন অগ্রযাত্রা হলো “স্মার্ট বাংলাদেশ বিনির্মানে ” এবার এগিয়ে যাওয়ার পালা। তাই আমি মনেকরি দলমতনির্বিশেষে উন্নয়নের নতুন অগ্রযাত্রায় সকলের সহযোগিতা কামনা করি। ১০নং ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সাইদুল ইসলাম রাজা সভাপতিত্বে এবং ইউপি চেয়ারম্যান এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নবীদুল ইসলাম সঞ্চালনার বিশেষ অতিথি ছিলেন উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাড কে এম হোসেন আলী হাসান, যুগ্ম-সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ পিয়ার চৌধুরী, ত্রান ও সমাজর কল্যান সম্পাদক আব্দুল ওয়াদুদ নাসির, জেলা আওয়ামী লীগ সদস্য মিজানুর রহমান দুদু, সদস্য বীর মুক্তিযোদ্ধা ফললুর রহমান ফজলু, শামসুজ্জামান আলো, জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি জাকিরুল ইসলাম লিমন, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ বিন আহমেদ, সা‌বেক ইউপি চেয়ারম্যান সৌ‌প্তিক আহমেদ মিঠু, সাবেক ইউপি সদস্য খোর‌শেদ আলম খলিল, সয়দাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ফিরোজ আহমেদ ও ইউনিয়নের ছাত্রলীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ ও নেত্রী বৃন্দরা উপ‌স্থিত ছি‌লেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পীরা গান ও নৃত্য পরিবেশন করেন।

Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357

News & Commercial Office :
Phone: 096 9612 7234 & 096 1175 5298
e-mail: financialpostbd@gmail.com
HAC & Marketing (Advertisement)
Call: 01616 521 297
e-mail: tdfpad@gmail.com